Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪,

২ মাসের মধ্যে সব ই-কমার্স প্রতিষ্ঠান নিবন্ধনের নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

অক্টোবর ২৮, ২০২১, ০৯:৪৫ এএম


২ মাসের মধ্যে সব ই-কমার্স প্রতিষ্ঠান নিবন্ধনের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগামী দুই মাসের মধ্যে সব ই-কমার্স প্রতিষ্ঠান এবং এর সঙ্গে জড়িতদের নিবন্ধনের আওতায় আনার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্ব অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্ব অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠক শেষে এ কথা জানান মন্ত্রিপরিষদ বিভাগের সচিব ড. খন্দকার আনোয়ারুল ইসলাম।

মন্ত্রিপরিষদ বিভাগের সচিব আরও জানান, ‘বাণিজ্য মন্ত্রণালয়ে রেজিস্ট্রেশন করে সব ই-কমার্স প্রতিষ্ঠান এবং এর সঙ্গে জড়িতদের নিবন্ধন নিতে হবে। এ ছাড়া ই-কমার্স ব্যবসা করতে হলে বাংলাদেশ ব্যাংকে নির্দিষ্ট পরিমাণ সিকিউরিটি মানি জমা রাখতে হবে।’

ড. খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোয়েন্দা বাহিনীকে নজরদারি বাড়ানোর নির্দেশনা দিয়েছেন, যাতে কেউ নিবন্ধন ছাড়া ব্যবসা করতে না পারে।’

প্রধানমন্ত্রী তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আজকের মন্ত্রিসভার বৈঠকের সভাপতিত্ব করেন।

এ ছাড়া আজকের মন্ত্রিসভার বৈঠকে কপিরাইট আইন-২০২১-এর খসড়া অনুমোদন পায়। তা ছাড়া ২০২২ সালের সরকারি ছুটির তালিকাও অনুমোদন দেওয়া হয় মন্ত্রিসভার বৈঠকে।


আমারসংবাদ/ইএফ