Amar Sangbad
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪,

সাপ্তাহিক দাম বৃদ্ধির শীর্ষে ইস্টার্ন লুব্রিকেন্ট

ডিসেম্বর ১৭, ২০২১, ০২:৩০ পিএম


সাপ্তাহিক দাম বৃদ্ধির শীর্ষে ইস্টার্ন লুব্রিকেন্ট

গেল সপ্তাহ বড় ধরনের দরপতনের মধ্যদিয়ে পার করেছে দেশের শেয়ারবাজার। এ পতনের বাজারে সপ্তাহজুড়ে দাম বাড়ার ক্ষেত্রে দাপট দেখিয়েছে ইস্টার্ন লুব্রিকেন্ট। ফলে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দাম বাড়ার শীর্ষ স্থানটি দখল করেছে এ প্রতিষ্ঠানটির শেয়ার।

গেল সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দাম বেড়েছে ২১ দশমিক ৪৭ শতাংশ। টাকার অংকে বেড়েছে ৫৬২ টাকা। সপ্তাহের শেষ কার্যদিবস শেষে কোম্পানিটির শেয়ারের দাম দাঁড়িয়েছে ৩ হাজার ১৮০ টাকা ২০ পয়সা, যা আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল ২ হাজার ৬১৮ টাকা ২০ পয়সা।

দাম বাড়ার শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে সোনালী পেপার। গেল সপ্তাহজুড়ে এ কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে ১৯ দশমিক ৬৯ শতাংশ। এর পরের স্থানটিতে রয়েছে লিব্রা ইনফিউশন। সপ্তাহজুড়ে এ কোম্পানিটির শেয়ার দাম বেড়েছে ১৮ দশমিক ৯৭ শতাংশ।

এছাড়া দাম বাড়ার শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় থাকা এরামিট সিমেন্টের ১৮ দশমিক ২৯ শতাংশ, ফরচুন সুজের ১৬ দশমিক শূন্য ৭ শতাংশ, রেকিট বেনকিজারের ১৫ দশমিক ৮০ শতাংশ, অ্যাপেক্স ফুটওয়্যারের ১৫ দশমিক ২২ শতাংশ, রহিম টেক্সটাইলের ১৩ দশমিক ৮৩ শতাংশ, ইউনিলিভার কনজুমার কেয়ারের ১১ দশমিক ৮০ শতাংশ এবং এএমসিএল প্রাণের ১১ দশমিক ৬৭ শতাংশ দাম বেড়েছে।

আমারসংবাদ/আরএইচ