Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪,

মোবাইল থেকে ব্যাংকে টাকা জমা যতবার খুশি 

মো. মাসুম বিল্লাহ

জুলাই ৫, ২০২২, ১১:২৬ পিএম


মোবাইল থেকে ব্যাংকে টাকা জমা যতবার খুশি 

এখন মোবাইল থেকে ব্যাংক হিসাবে দৈনিক যতবার খুশি টাকা জমা রাখতে পারবেন গ্রাহকরা। একই সঙ্গে টাকা জমার পরিমাণও বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক। আগে এক সাথে ৩০ হাজার টাকা জমা করতে পারলেও এখন সর্বোচ্চ ৫০ হাজার টাকা লেনদেন করা যাবে।  তবে আগের মতো মাসে সর্বোচ্চ তিন লাখ টাকা লেনদেনের সুযোগ অপরিবর্তিত আছে।  

মঙ্গলবার (৫ জুলাই) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম্স ডিপার্টমেন্ট এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে। নতুন এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে। এছাড়া আগের অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে বলে সার্কুলারে বলা হয়েছে।

আগের যেসব নির্দেশনা অপরিবর্তিত থাকবে তা হলো, মোবাইলে আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠানের গ্রাহকরা দিনে এজেন্ট থেকে ৩০ হাজার টাকা ও ব্যাংক হিসাব বা কার্ড থেকে ৫০ হাজার টাকা জমা করতে পারবেন। 

প্রতিদিন একজন গ্রাহক ২৫ হাজার টাকা ও প্রতি মাসে সর্বোচ্চ দেড় লাখ টাকা উত্তোলন করতে পারবেন। আর এমএফএস হিসাবে জমা রাখতে পারবেন সর্বোচ্চ তিন লাখ টাকা।

ব্যক্তি থেকে আরেক ব্যক্তির হিসাবে (পিটুপি) দৈনিক ২৫ হাজার টাকা ও প্রতি মাসে ২ লাখ টাকা পাঠানো যাবে।

ইএফ

Link copied!