Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪,

সোনার দাম ভরিতে ৩ হাজার ৩৩ টাকা বেড়েছে

সাহিদুল ইসলাম ভূঁইয়া

ডিসেম্বর ৪, ২০২২, ১১:৩৭ এএম


সোনার দাম ভরিতে ৩ হাজার ৩৩ টাকা বেড়েছে

দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

এবার ভরি প্রতি সর্বোচ্চ ৩ হাজার ৩৩ টাকা বেড়েছে। নতুন দাম রোববার থেকে সারাদেশে কার্যকর হবে।

জুয়েলার্স সমিতি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে দাম বাড়ানোর কথা জানিয়েছে।

মূল্যবৃদ্ধির কারণে রোববার থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা কিনতে লাগবে ৮৭ হাজার ২৪৭ টাকা।

নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেটের সোনা প্রতি ভরি ৮৩ হাজার ২৮১ টাকা, ১৮ ক্যারেটের সোনা প্রতি ভরি ৭১ হাজার ৩৮৪ টাকা এবং সনাতন পদ্ধতির ভরি সোনা কিনতে লাগবে ৫৯ হাজার ৪৮৭ টাকা। তবে, রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে।

দেশের বাজারে আজ শনিবার পর্যন্ত ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা ৮৪ হাজার ২১৪ টাকা, ২১ ক্যারেটের সোনা প্রতি ভরি ৮০ হাজার ৩৬৫ টাকা এবং ১৮ ক্যারেটের সোনা প্রতি ভরি ৬৮ হাজার ৯৩৫ টাকা। সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা বেচাকেনা হয়েছে ৫৬ হাজার ৬৮৭ টাকায়।

এআই

 

Link copied!