Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪,

ইসলামী ব্যাংক রক্ষার দাবিতে মানববন্ধনকারীদের ওপর হামলা

মো. মাসুম বিল্লাহ

ডিসেম্বর ৪, ২০২২, ০৫:১৫ পিএম


ইসলামী ব্যাংক রক্ষার দাবিতে মানববন্ধনকারীদের ওপর হামলা

ইসলামী ব্যাংক রক্ষা ও আত্মসাৎকৃত/পাচারকৃত টাকা ফেরত পাওয়ার দাবিতে ইসলামী ব্যাংকের শেয়ারহোল্ডার এবং গ্রাহক অধিকার সংরক্ষণ পরিষদ রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনের আয়োজন করেন। এ সময় জয় বাংলা স্লোগান দিয়ে মানববন্ধনকারীদের ওপর হামলা চালিয়েছে দুবৃত্তরা।

রোববার (৪ ডিসেম্বর) বিকাল ৩টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এ হামলার ঘটনা ঘটে।

মানববন্ধনকারীদের দাবি, বেলা ২.৩০টা থেকে ছাত্রলীগ-যুবলীগ প্রেসক্লাবে মানববন্ধনের স্থান দখল করে শ্লোগান দিতে থাকে। তাদের অবস্থান দেখে কর্মসূচিতে চিকিৎসক, অর্থনীতিবিদ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত থাকার কথা থাকলেও হামলার আশঙ্কায় আসে নি।

মানববন্ধনকারীদের অভিযোগ, পুলিশ মানববন্ধনের জন্য আগত ইসলামী ব্যাংকের গ্রাহকদের ব্যাপক তল্লাশি, হয়রানি করে। এক পর্যায়ে বিএমএ ভবনের সামনে গ্রাহকরা মানববন্ধন শুরু করলে পুলিশ ও ছাত্র-যুবলীগ একসঙ্গে হামলা করে মাইক, সাংবাদিকদের ক্যামেরা ভাংচুর ও ছিনিয়ে নেয়। এছাড়াও উপস্থিত লোকজনকে বেদম মারধর করে। এতে  অন্তত ২০ জন আহত হয়।

Link copied!