Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

নওগাঁয় কাঁচামরিচের সেঞ্চুরি,সবজির সরবরাহ বেড়েছে

নওগাঁ প্রতিনিধি

নওগাঁ প্রতিনিধি

জানুয়ারি ১৮, ২০২৩, ১০:২৪ এএম


নওগাঁয় কাঁচামরিচের সেঞ্চুরি,সবজির সরবরাহ বেড়েছে

নওগাঁর বাজারে শীতকালীন সবজির সরবরাহ বেড়েছে। এতে সপ্তাহ ব্যবধানে সবজির দাম অপরিবর্তিত রয়েছে। তবে কাঁচামরিচের সরবরাহ কম থাকায় এক সপ্তাহের ব্যবধানে কেজিতে দাম বেড়েছে ৪০ থেকে ৫০ টাকা।

শীত উপেক্ষা করে বেচাকেনায় জমে উঠেছে নওগাঁর সবচেয়ে বড় পাইকারি কাঁচাবাজার। হাঁকডাকে দিনভর চলছে সবজি বিক্রি।

বাজারে শীতকালীন সবজির সরবরাহ বেড়েছে। ফুলকপি, বাঁধাকপি, শিম, মুলাসহ বিভিন্ন ধরনের সবজির দাম ক্রেতার নাগালে রয়েছে। বাজারে প্রতি কেজি টমেটো ২৫ টাকা, পেঁপে ১০ টাকা, বেগুন ১৫ টাকা, গাজর ২০ টাকা ও শসা ১২ টাকায় বিক্রি হচ্ছে।

তবে সরবরাহ কম থাকায় চড়া কাঁচামরিচের দাম। কেজিতে কাঁচামরিচের দাম ৪০ থেকে ৫০ টাকা বেড়েছে। বর্তমানে প্রতি কেজি কাঁচামরিচ ৯০থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে।  
ব্যবসায়ীরা বলছেন, কৃষকদের কাছ থেকে চাহিদার তুলনায় মরিচ কম পাওয়ায় বেড়েছে দাম। 

একজন পাইকার বলেন, বর্তমানে প্রতি কেজি মরিচের দাম ৯০ থেকে ১০০ টাকা। দাম এত বেশি হলে পাইকারি ব্যবসায়ীরা কীভাবে কিনবেন। আমাদেরও বিক্রি করতে সমস্যা হয়। তা ছাড়া ক্রেতারাও কিনতে পারেন না।
নওগাঁর মান্দা উপজেলার দেলুয়াবাড়ি কাঁচাবাজার সমিতির সদস্য সদস্য দেলুয়ার হোসেন বলেন, আমরা কৃষকের কাছে কাঁচামরিচ চাচ্ছি। তবে তারা দিতে পারছেন না। যার কারণে গত এক সপ্তাহ ধরে মরিচের দাম বাড়তি।

উল্লেখ্য, এ বাজারে খুচরা ও পাইকারি ১০০টি সবজির দোকান রয়েছে।
এআরএস

Link copied!