Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪,

কোনাবাড়িতে গোপনে স্কুল চালু করায় জরিমানা

অজয় সরকার ঝুটন, কোনাবাড়ি (গাজীপুর)

জুলাই ১৮, ২০২০, ০৮:৪৩ এএম


কোনাবাড়িতে গোপনে স্কুল চালু করায় জরিমানা

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী জরুন এলাকায় সরকারি নির্দেশ উপেক্ষা করে একটি বেসরকারী স্কুলে শিক্ষার্থীদের ক্লাস নেয়ার অভিযোগে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১৮ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে গাজীপুর মহানগরের জরুন ন্যাশনাল স্কুলে ক্লাস পঞ্চম ও অষ্টম ছেলে মেয়েদের পরীক্ষা ও ক্লাস চলমান পাওয়া যায়।

গাজীপুর জেলা প্রশাসকের, সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাবেয়া পারভেজ, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে গোপনে স্কুলের মালিক ও শিক্ষক করোনা ভাইরাসের ভয়াবহতা জেনেও শিশুদের জীবন ঝুঁকিতে ফেলায় এবং শিশুদের মধ্যে সংক্রামক ছড়ানোর সুযোগ দেয়ায় তাকে দন্ডবিধির ১৮৬০ এ-র ২৬৯ ধারায় ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং তার স্ত্রী স্কুলের শিক্ষিকাকে ৫০০০টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে।

আমারসংবাদ/এমআর