Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪,

সাধারণ জ্ঞান : অঞ্চলভিত্তিক ভৌগােলিক অবস্থান (২য় পর্ব)

শিক্ষা ডেস্ক

অক্টোবর ১০, ২০২০, ১২:৫১ পিএম


সাধারণ জ্ঞান : অঞ্চলভিত্তিক ভৌগােলিক অবস্থান (২য় পর্ব)


প্রশ্ন : এশিয়ার দীর্ঘতম নদী কোনটি ?
উত্তর : ইয়াংসিকিয়াং (চীন)।

প্রশ্ন : এশিয়ার সর্বোচ্চ শৃঙ্গ কোনটি ?
উত্তর : মাউন্ট এভারেস্ট।

প্রশ্ন : এশিয়াকে উত্তর আমেরিকা থেকে পৃথক করেছে কোন প্রণালী ?
উত্তর : বেরিং প্রণালী।

প্রশ্ন : এশিয়াকে ইউরােপ হতে পৃথক করেছে কোন প্রণালী ?
উত্তর : বসফরাস প্রণালী।

প্রশ্ন : এশিয়াকে আফ্রিকা হতে পৃথক করেছে কোন প্রণালী
উত্তর : লােহিত সাগর ও সুয়েজ খাল।

প্রশ্ন : এশিয়ার বৃহত্তম উপদ্বীপ কোনটি ?
উত্তর : আরব উপদ্বীপ।

প্রশ্ন : এশিয়ার শীতলতম অরণ্যের স্থানীয় নাম কি ?
উত্তর : তৈগা।

প্রশ্ন : এশিয়ার বৃহত্তম দ্বীপ কোনটি ?
উত্তর : বাের্নিও দ্বীপ (ইন্দোনেশিয়া)।

প্রশ্ন : এশিয়ার দীর্ঘতম পর্বতমালা কোনটি ?
উত্তর : হিমালয় পর্বতমালা।

প্রশ্ন : এশিয়ার একমাত্র খ্রিস্টান রাষ্ট্র কোনটি ?
উত্তর : ফিলিপাইন।

প্রশ্ন : এশিয়ার একমাত্র বৌদ্ধ রাষ্ট্র কোনটি ?
উত্তর : শ্রীলংকা

প্রশ্ন : এশিয়া মহাদেশের বৃহত্তম সমভূমি কোনটি ?
উত্তর : পশ্চিম সাইবেরীয় সমভূমি।

প্রশ্ন : এশিয়ার কোন দেশ কোনােদিন কারাে অধীনে ছিল না ?
উত্তর : থাইল্যান্ড।

প্রশ্ন : থাইল্যান্ড শব্দের অর্থ কি ?
উত্তর : মুক্তভূমি।

প্রশ্ন : কোন দেশ শ্যামদেশ নামে পরিচিত ?
উত্তর : থাইল্যান্ড।

প্রশ্ন : কোনটি এশিয়া মহাদেশের প্রায় মধ্যভাগ দিয়ে গিয়েছে ?
উত্তর : ৯০° পূর্ব দ্রাঘিমা রেখা।

প্রশ্ন : এশিয়ার দক্ষিণ ভাগ দিয়ে অতিক্রম করেছে কোনটি ?
উত্তর : বিষুব রেখা।

প্রশ্ন : ইউরােপ মহাদেশের সাথে স্থল দ্বারা এশিয়া মহাদেশ যুক্ত হওয়ায় এশিয়া ও ইউরােপকে একত্রে কি বলা হয় ?
উত্তর : ইউরেশিয়া।

প্রশ্ন : এশিয়া ও ইউরােপ দুই মহাদেশে অবস্থিত দেশ কোনটি ?
উত্তর : তুরস্ক।

প্রশ্ন : তুরস্কের রাজধানী কোনটি ?
উত্তর : ইস্তাম্বুল।

প্রশ্ন : মধ্য এশিয়ার দেশগুলাে কার অন্তর্ভুক্ত ছিল ?
উত্তর : সােভিয়েত ইউনিয়ন ।

প্রশ্ন : প্রাচীনকালে পারস্য নামে পরিচিত ছিল কোনটি ?
উত্তর : ইরান।

প্রশ্ন : লাক্ষাদ্বীপ ও মালদ্বীপ কোথায় অবস্থিত ?
উত্তর : আরব সাগরের দক্ষিণ-পূর্বাংশে।

প্রশ্ন : সেনকাকু দ্বীপ নিয়ে কোন দুটি দেশের মধ্যে বিরােধ রয়েছে ?
উত্তর : চীন ও জাপান (চীনে এটি ‘দিয়াওইউ' নামে পরিচিত)।