Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪,

সাধারণ জ্ঞান : অঞ্চলভিত্তিক ভৌগােলিক অবস্থান (৩য় পর্ব)

শিক্ষা ডেস্ক

অক্টোবর ১৮, ২০২০, ০৭:৩৬ এএম


সাধারণ জ্ঞান : অঞ্চলভিত্তিক ভৌগােলিক অবস্থান (৩য় পর্ব)

প্রশ্ন : উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া বিভক্ত হয়
উত্তর : ৩৮° অক্ষরেখা বরাবর।

প্রশ্ন : সংযুক্তির পূর্বে উত্তর ও দক্ষিণ ভিয়েতনামের সীমানা কোন অক্ষরেখা দ্বারা চিহ্নিত ছিল ?
উত্তর : ১৭° সমান্তরাল।

প্রশ্ন : এশিয়ার কোন অঞ্চলে সারা বছর পরিচলন বৃষ্টি হয় ?
উত্তর : মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া।

প্রশ্ন : দক্ষিণ এশিয়ার সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশ কোনটি ?
উত্তর : বাংলাদেশ।

প্রশ্ন : এভারেস্ট বিজয়ী প্রথম বাঙালী কে ?
উত্তর : সত্যব্রত দাস।

প্রশ্ন : এভারেস্ট বিজয়ী প্রথম বাঙালী কোন দেশের নাগরিক ?
উত্তর : ভারত।

প্রশ্ন : দক্ষিণ এশিয়ার বৃহত্তম দেশ কোনটি ?
উত্তর : ভারত।

প্রশ্ন : ভারত স্বাধীনতা লাভ করে কবে ?
উত্তর : ১৯৪৭ সালের ১৫ই আগস্ট।

প্রশ্ন : ভারতের জাতির জনক বলা হয় কাকে ?
উত্তর : মহাত্মা গান্ধী।

প্রশ্ন : ভারতের মােট রাজ্য সংখ্যা কতটি ?
উত্তর : ২৮টি।

প্রশ্ন : ভারতের লােকসভার আসনসংখ্যা কত ?
উত্তর : ৫৪৫টি (৫৪৩টি সরাসরি ভােটে নির্বাচিত এবং ২টি রাষ্ট্রপতি কর্তৃক মনােনীত)।

প্রশ্ন : ভারতের পারমাণবিক বােমার জনক কে ?
উত্তর : এ পি জে আব্দুল কালাম।

প্রশ্ন : ভারত থেকে ময়ূর সিংহাসন নিয়ে যান কে ?
উত্তর : পারস্যের নাদির শাহ।

প্রশ্ন : ভারতে ঐতিহাসিক বাবরি মসজিদটি কোথায় অবস্থিত ?
উত্তর : অযােধ্যায়।

প্রশ্ন : বিশ্বের সবচেয়ে বড় লিখিত সংবিধান কোন দেশের ?
উত্তর : ভারত।

প্রশ্ন : ভারতের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন কোনটি ?
উত্তর : জনপদ রােড।

প্রশ্ন : ইউরােপের বাইরে প্রথম কোন দেশ ‘ইউরাে’ লেনদেন শুরু করে ?
উত্তর : ভারত।

প্রশ্ন : সেভেন সিস্টার ভারতের কোন অঞ্চলে অবস্থিত ?
উত্তর : উত্তর-পূর্বাঞ্চলে।

প্রশ্ন : বিখ্যাত কুতুব মিনার কোথায় অবস্থিত ?
উত্তর : ভারতের দিল্লিতে।

প্রশ্ন : ভারত ও পাকিস্তানের মধ্যে বিখ্যাত সিমলা চুক্তি স্বাক্ষরিত হয় কবে ?
উত্তর : ১৯৭২ সালে।