Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪,

সাধারণ জ্ঞান : অঞ্চলভিত্তিক ভৌগােলিক অবস্থান (৫ম পর্ব)

শিক্ষা ডেস্ক

অক্টোবর ১৮, ২০২০, ০৯:১৮ এএম


সাধারণ জ্ঞান : অঞ্চলভিত্তিক ভৌগােলিক অবস্থান (৫ম পর্ব)

প্রশ্ন : দক্ষিণ এশিয়ার কোন দেশে শিক্ষার হার বেশি ?
উত্তর : মালদ্বীপ।

প্রশ্ন : হিমালয়ের কন্যা বলা হয় কাকে ?
উত্তর : নেপাল।

প্রশ্ন : প্রথম সাফ গেমস কোথায় অনুষ্ঠিত হয় ?
উত্তর : কাঠমান্ডু, নেপাল।

প্রশ্ন : প্রথম সাফ গেমস কখন অনুষ্ঠিত হয় ?
উত্তর : ১৯৮৪ সালে।

প্রশ্ন : নেপাল সরকারের প্রধান কার্যালয়ের নাম কি ?
উত্তর : সিংহ দরবার।

প্রশ্ন : পৃথিবীর বৃহত্তম মুসলিম অধ্যুষিত দেশ কোনটি ?
উত্তর : ইন্দোনেশিয়া।

প্রশ্ন : কোন দেশ ইন্দোনেশিয়া থেকে স্বাধীনতা অর্জন করে ?
উত্তর : পূর্ব তিমুর।

প্রশ্ন : জাতিসংঘ হতে স্বেচ্ছায় পদত্যাগকারী একমাত্র দেশ কোনটি ?
উত্তর : ইন্দোনেশিয়া।

প্রশ্ন : জাভা মানুষের উদ্ভব কোথায় ?
উত্তর : ইন্দোনেশিয়া।

প্রশ্ন : কোন দেশকে দ্যা টাইগার অব বাইসাইকেল বলা হয় ?
উত্তর : ভিয়েতনাম।

প্রশ্ন : পিকিং মানুষের উদ্ভব কোথায় ?
উত্তর : চীন।

প্রশ্ন : চীন প্রজাতন্ত্রের প্রথম প্রেসিডেন্ট কে ?
উত্তর : সান ইয়াৎ সেন।

প্রশ্ন : গণচীনের প্রতিষ্ঠাতা কে ?
উত্তর : মাও সে তুং।

প্রশ্ন : এশিয়ার নেলসন ম্যান্ডেলা নামে পরিচিত কে ?
উত্তর : দালাইলামা।

প্রশ্ন : বিশ্বের বৃহত্তম রাজনৈতিক দল কোনটি ?
উত্তর : চীনা কমিউনিস্ট পার্টি।

প্রশ্ন : কোন নদীকে চীনের দুঃখ বলা হয় ?
উত্তর : হােয়াংহাে নদী।

প্রশ্ন : জনসংখ্যায় পৃথিবীর বৃহত্তম দেশ কোনটি ?
উত্তর : চীন।

প্রশ্ন : পৃথিবীর সর্বাধিক রেশম উৎপন্ন হয় কোথায় ?
উত্তর : চীন।

প্রশ্ন : পৃথিবীর সবচেয়ে বেশি দেশের সাথে সীমান্ত রয়েছে কোন দেশের ?
উত্তর : চীন ও রাশিয়া (১৪টি)।

প্রশ্ন : চীনের মুসলিম অধ্যুষিত প্রদেশটির নাম কি ?
উত্তর : জিনজিয়াং।