Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪,

সাধারণ জ্ঞান : অঞ্চলভিত্তিক ভৌগােলিক অবস্থান (৬ষ্ঠ পর্ব)

শিক্ষা ডেস্ক

অক্টোবর ১৯, ২০২০, ১১:১২ এএম


সাধারণ জ্ঞান : অঞ্চলভিত্তিক ভৌগােলিক অবস্থান (৬ষ্ঠ পর্ব)

প্রশ্ন : জিনজিয়াং প্রদেশে বসবাসকারী প্রধান মুসলিম সম্প্রদায়ের নাম কি ?
উত্তর : উইঘুর ।

প্রশ্ন : ‘চীনের প্রাচীর’ কোথায় অবস্থিত ?
উত্তর : চীনের উত্তরাঞ্চলে।

প্রশ্ন : এক দেশ দুই নীতি চালু আছে কোথায় ?
উত্তর : চীন ও হংকং।

প্রশ্ন : চীনের কয়টি স্বায়ত্বশাসিত অঞ্চল রয়েছে ?
উত্তর : ৩টি (হংকং, ম্যাকাও এবং তিব্বত)।

প্রশ্ন : জাপানের সম্রাটের উপাধি কি ?
উত্তর : মিকার্ডো।

প্রশ্ন : প্রাচ্যের দেশগুলাের মধ্যে প্রথম সূর্য উদিত হয় কোথায় ?
উত্তর : জাপানে।

প্রশ্ন : দূরপ্রাচ্যের কোন দেশের অধিকাংশ অধিবাসী যাযাবর ?
উত্তর : মঙ্গোলিয়া।

প্রশ্ন : চীন ও রাশিয়ার মধ্যবর্তী দেশ কোনটি ?
উত্তর : মঙ্গোলিয়া।

প্রশ্ন : তাইওয়ানের সাথে কূটনৈতিক সম্পর্ক থাকা একমাত্র দেশ কোনটি ?
উত্তর : ভ্যাটিকান।

প্রশ্ন : শিরদরিয়া নদীটি কোথায় অবস্থিত ?
উত্তর : কাজাখস্তানে।

প্রশ্ন : মধ্যপ্রাচ্যের কোন দেশের ভাষা ফারসি ?
উত্তর : ইরান।

প্রশ্ন : কোন দুই দেশের মধ্যে শাত-ইল-আরব জলধারকে কেন্দ্র করে যুদ্ধ হয় ?
উত্তর : ইরান ও ইরাক।

প্রশ্ন : শাত-ইল-আরব কি ?
উত্তর : দজলা ও ফোরাতের (টাইগ্রিস ও ইউফ্রেটিস) নদীর মিলিত প্রবাহ।

প্রশ্ন : নো ফ্লাই জোন (No Fly Zone) কোথায় অবস্থিত ?
উত্তর : ইরাকে।

প্রশ্ন : কোন দ্বীপ নিয়ে ইরান ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বিরােধ রয়েছে ?
উত্তর : আবু মুসা দ্বীপ।

প্রশ্ন : ইরানের শেষ রাজা কে ?
উত্তর : রেজা শাহ।

প্রশ্ন : সিন্ধু নদ পতিত হয়েছে কোথায় ?
উত্তর : আরব সাগরে।

প্রশ্ন : ‘আবু মুসা’ দ্বীপটি কোথায় অবস্থিত ?
উত্তর : পারস্য উপসাগরে।

প্রশ্ন : কারবালা শহরটি ইরাকের কোন নদীর তীরে অবস্থিত ?
উত্তর : ফোরাত।

প্রশ্ন : বিশ্বের একমাত্র কোন দেশ যার কোনাে সংবিধান ও পার্লামেন্ট নেই ?
উত্তর : সৌদি আরব।