Amar Sangbad
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪,

সাধারণ জ্ঞান : অঞ্চলভিত্তিক ভৌগােলিক অবস্থান (সপ্তম পর্ব)

শিক্ষা ডেস্ক

অক্টোবর ২০, ২০২০, ০৯:৪৫ এএম


সাধারণ জ্ঞান : অঞ্চলভিত্তিক ভৌগােলিক অবস্থান (সপ্তম পর্ব)

প্রশ্ন : আয়তনে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় দেশ কোনটি ?
উত্তর : সৌদি আরব।

প্রশ্ন : ইমরুল কায়েস কোন ভাষার কবি ছিলেন ?
উত্তর : আরবি (সৌদি আরব)।

প্রশ্ন : তালগাছের শহর বলা হয় কোনটিকে ?
উত্তর : পালমিরা (সিরিয়ার শহর)।

প্রশ্ন : ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী কোথায় অবস্থিত ?
উত্তর : তুরস্কে।

প্রশ্ন : মধ্যপ্রাচ্যের অধিক জনসংখ্যার দেশ কোনটি ?
উত্তর : তুরস্ক।

প্রশ্ন : মধ্যপ্রাচ্যের কোন দেশ ইউরােপ মহাদেশের অন্তর্গত ?
উত্তর : তুরস্ক।

প্রশ্ন : আল আকসা মসজিদ (বাইতুল মুকাদ্দাস) কোথায় অবস্থিত ?
উত্তর : জেরুজালেম।

প্রশ্ন : ইহুদিদের ধর্মীয় স্থান ‘ওয়েলিং ওয়াল’ কোথায় অবস্থিত ?
উত্তর : জেরুজালেম।

প্রশ্ন : অলিভ পর্বত কোথায় অবস্থিত ?
উত্তর : জেরুজালেম।

প্রশ্ন : মুসলিম, খ্রিস্টান ও ইহুদিদের পবিত্র স্থান কোনটি ?
উত্তর : জেরুজালেম।

প্রশ্ন : PLO এর সদরদপ্তর কোথায় অবস্থিত ?
উত্তর : ওরিয়েন্ট হাউস, রামাল্লা।

প্রশ্ন : স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে সর্বপ্রথম স্বীকৃতি দেয় কোন দেশ ?
উত্তর : আলজেরিয়া।

প্রশ্ন : মধ্যপ্রাচ্যের একমাত্র ইহুদিপ্রধান রাষ্ট্র কোনটি ?
উত্তর : ইসরাইল।

প্রশ্ন : বিশ্বের একমাত্র ইহুদি রাষ্ট্র কোনটি ?
উত্তর : ইসরাইল।

প্রশ্ন : কোন গোলার্ধে ইউরােপ মহাদেশ অবস্থিত ?
উত্তর : উত্তর গােলার্ধে।

প্রশ্ন : কোন অক্ষরোখা ইউরােপের প্রায় মধ্যভাগ দিয়ে অতিক্রম করেছে ?
উত্তর : ৫৫° উত্তর অক্ষরেখা।

প্রশ্ন : ইউরােপের আয়তন কত ?
উত্তর : ৯৯ লাখ ৩৮ হাজার বর্গ কি.মি.।

প্রশ্ন : জনসংখ্যায় ইউরােপ মহাদেশের বৃহত্তম দেশ কোনটি ?
উত্তর : রাশিয়া।

প্রশ্ন : জনসংখ্যায় ইউরােপ মহাদেশের ক্ষুদ্রতম দেশ কোনটি ?
উত্তর : ভ্যাটিক্যান সিটি।

প্রশ্ন : আয়তনে ইউরােপ তথা পৃথিবীর ক্ষুদ্রতম দেশ কোনটি ?
উত্তর : ভ্যাটিকান সিটি (৪৪ বর্গ কি. মি.)।