Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪,

সাধারণ জ্ঞান : অঞ্চলভিত্তিক ভৌগােলিক অবস্থান (অষ্টম পর্ব)

শিক্ষা ডেস্ক

অক্টোবর ২০, ২০২০, ১১:০৫ এএম


সাধারণ জ্ঞান : অঞ্চলভিত্তিক ভৌগােলিক অবস্থান (অষ্টম পর্ব)

প্রশ্ন : আয়তনে ইউরােপের বৃহত্তম দেশ কোনটি ?
উত্তর : রাশিয়া।

প্রশ্ন : ইউরােপের বৃহত্তম সাগর কোনটি ?
উত্তর : ভূমধ্যসাগর।

প্রশ্ন : ইউরােপের তথা বিশ্বের বৃহত্তম সুড়ঙ্গপথের নাম কি ?
উত্তর : গােথার্ড বেজ টানেল।

প্রশ্ন : বিশ্বের বৃহত্তম সুড়ঙ্গপথ কোথায় অবস্থিত ?
উত্তর : আল্পস পর্বতমালার নিচে (সুইজারল্যান্ড)।

প্রশ্ন : ইউরােপ মহাদেশের দীর্ঘতম নদী কোনটি ?
উত্তর : ভলগা।

প্রশ্ন : ইউরােপ মহাদেশের বৃহত্তম দ্বীপ কোনটি ?
উত্তর : গ্রেট ব্রিটেন।

প্রশ্ন : ইউরােপ মহাদেশের বৃহত্তম উপদ্বীপ কোনটি ?
উত্তর : স্ক্যান্ডেনেভিয়ান উপদ্বীপ।

প্রশ্ন : ইউরােপের দীর্ঘতম পর্বতমালা কোনটি ?
উত্তর : আল্পস পর্বতমালা।

প্রশ্ন : ইউরােপের উচ্চতম পর্বতশৃঙ্গ কোনটি ?
উত্তর : এলবুর্জ।

প্রশ্ন : ফরাসি বিপ্লবের নায়ক বলা হয় কাকে ?
উত্তর : নেপােলিয়ান বােনাপাের্ট।

প্রশ্ন : ফরাসি বিপ্লবের শিশু হলা হয় কাকে ?
উত্তর : নেপােলিয়ান বােনাপাের্ট।

প্রশ্ন : ফ্রান্সের প্রেসিডেন্টের সরকারি বাসভবনের নাম কি ?
উত্তর : এলিসি প্রাসাদ।

প্রশ্ন : নেপােলিয়ান কোথায় জন্মগ্রহণ করেন ?
উত্তর : কর্সিকা দ্বীপে।

প্রশ্ন : নেপােলিয়ান কোথায় মৃত্যুবরণ করেন ?
উত্তর : হেলেনা দ্বীপে।

প্রশ্ন : বিখ্যাত ভার্সাই নগরটি কোথায় অবস্থিত ?
উত্তর : ফ্রান্সে।

প্রশ্ন : আমেরিকাকে ‘স্ট্যাচু অব লিবার্টি’ উপহার দেয় কে ?
উত্তর : ফ্রান্স।

প্রশ্ন : বার্লিন প্রাচীর ভাঙ্গা হয় কত সালে ?
উত্তর : ১৯৮৯ সালে।

প্রশ্ন : বার্লিন প্রাচীর নির্মিত হয় কত সালে ?
উত্তর : ১৯৬১ সালে।

প্রশ্ন : দুই জার্মানি একত্রিত হয় কত সালে ?
উত্তর : ৩ অক্টোবর ১৯৯০ সালে।

প্রশ্ন : বার্লিন দেয়ালে নির্মিত গেইটের নাম কি ?
উত্তর : ব্রান্ডেডবার্গ গেইট।