Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪,

সাধারণ জ্ঞান : অঞ্চলভিত্তিক ভৌগােলিক অবস্থান (নবম পর্ব)

শিক্ষা ডেস্ক

অক্টোবর ২০, ২০২০, ০১:৩৫ পিএম


সাধারণ জ্ঞান : অঞ্চলভিত্তিক ভৌগােলিক অবস্থান (নবম পর্ব)

প্রশ্ন : ব্ল্যাক ফরেস্ট কোথায় অবস্থিত ?
উত্তর : জার্মানি।

প্রশ্ন : কোনটিকে আগুণের দ্বীপ বলা হয় ?
উত্তর : আইসল্যান্ড।

প্রশ্ন : ব্রিটেনের অর্থমন্ত্রীকে কি বলা হয় ?
উত্তর : চ্যান্সেলর অব একচেকার।

প্রশ্ন : ব্রিটেনের রানির গ্রীষ্মকালীন বাসভবনের নাম কি ?
উত্তর : ১০ নং ডাউনিং স্ট্রিট।

প্রশ্ন : জর্জিয়া, আজারবাইজান, আর্মেনিয়াকে কি বলা হয় ?
উত্তর : ট্রান্স ককেসিয়ান অঞ্চল।

প্রশ্ন : কোন দেশের আকৃতি অনেকটা বুট জুতা সদৃশ ?
উত্তর : ইতালি।

প্রশ্ন : বিশ্বের সংক্ষিপ্ত সীমান্ত কোথায় অবস্থিত ?
উত্তর : ইতালি ও ভ্যাটিকানের মধ্যে।

প্রশ্ন : ‘ব্লাডিভস্টক’ শহরটি কোথায় অবস্থিত ?
উত্তর : রাশিয়ার পূর্বাঞ্চলে।

প্রশ্ন : ক্রিমিয়া রাজ্যটি কোন দেশের মধ্যে অন্তর্ভুক্ত ?
উত্তর : রাশিয়া।

প্রশ্ন : ইউরােপ মহাদেশ কোথায় অবস্থিত ?
উত্তর : উত্তর গােলার্ধে।

প্রশ্ন : কোন রেখা ইউরােপের প্রায় মধ্যভাগ দিয়ে অতিক্রম করেছে ?
উত্তর : ৫৫° উত্তর অক্ষরেখা।

প্রশ্ন : বিশ্বের বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ডের মালিকানা কোন দেশের ?
উত্তর : ডেনমার্ক।

প্রশ্ন : পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ কোনটি ?
উত্তর : আফ্রিকা মহাদেশ।

প্রশ্ন : বেনিন প্রজাতন্ত্র কোন মহাদেশে অবস্থিত ?
উত্তর : আফ্রিকা মহাদেশ।

প্রশ্ন : East London কোথায় অবস্থিত ?
উত্তর : দক্ষিণ আফ্রিকায়।

প্রশ্ন : পৃথিবীর বৃহত্তম লবঙ্গ উৎপাদনকারী অঞ্চল কোনটি ?
উত্তর : জানজিবার (তানজানিয়া)।

প্রশ্ন : উগান্ডাকে Pearl of Africa নামে অভিহিত করেন কে ?
উত্তর : উইনস্টন চার্চিল।

প্রশ্ন : হর্ন অব আফ্রিকা বা আফ্রিকার উত্তর-পূর্বাংশে অবস্থিত কোনটি ?
উত্তর : সােমালিয়া, ইরিত্রিয়া, ইথিওপিয়া ও জিবুতি।

প্রশ্ন : Dead Heart of Africa বলা হয় কাকে ?
উত্তর : শাদ।

প্রশ্ন : শহীদী স্কয়ার (পূর্বনাম গ্রিন স্কয়ার) কোথায় অবস্থিত ?
উত্তর : ত্রিপােলি, লিবিয়া।