Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪,

পরীক্ষা ছাড়া পরবর্তী ক্লাস শুরুর প্রস্তাব সাত কলেজের

রাব্বি হাসান, তিতুমীর

অক্টোবর ২১, ২০২০, ০২:৩৫ পিএম


পরীক্ষা ছাড়া পরবর্তী ক্লাস শুরুর প্রস্তাব সাত কলেজের

অধিভুক্ত সাত কলেজের চলমান শিক্ষাবর্ষের সেশনজট এড়াতে ও পড়াশোনার ধারাবাহিকতা রক্ষায় পরীক্ষা ছাড়াই পরবর্তী শিক্ষার্বষ শুরু করার প্রস্তাব জানাবে অধিভুক্ত সাত কলেজ প্রশাসন।

মঙ্গলবার (২০ অক্টোবর) ঢাকা কলেজে সাত কলেজের অধ্যক্ষদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় এ সিদ্ধান্তে উপনিত হয় যে সাত কলেজের চলমান বর্ষের সেশনজট এড়াতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবেদন জানানো হবে যে পরবর্তি শিক্ষাকার্যক্রম পরিচালনা করার।

এ বিষয়ে সরকারি তিতুমীর কলেজের অধ্যক্ষ প্রফেসর আশরাফ হোসেন আমার সংবাদকে নিশ্চিত করে বলেন যে- আমার সিদ্ধান্ত নিয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবেদন করবো যাতে যে বর্ষ গুলোর ক্লাস শেষ তাদের পরবর্তি বর্ষের ক্লাস শুরু করা যায়। আমরা লিখিত আকারে আবেদন জানাবো যদি ঢাকা বিশ্ববিদ্যালয় এটা গ্রহণ করে তবে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিবো।

তিনি আমার সংবাদকে আরো জানান-যদি অনুমতি পাই তবে আমার পরবর্তি ক্লাস অনলাইনে শুরু করবো যাতে করে সিলেবাস এগিয়ে রাখা যায়।কিছুদিন পরই মাস্টার্সরে ভর্তি শুরু করবো।

আমারসংবাদ/এমআর