Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

জাতির সামনে নিজের অবস্থান পরিষ্কার করব: রাবি উপাচার্য

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

অক্টোবর ২৩, ২০২০, ০৩:০১ পিএম


জাতির সামনে নিজের অবস্থান পরিষ্কার করব: রাবি উপাচার্য

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগের সত্যতা পেয়েছে বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের (ইউজিসি) তদন্ত কমিটি। সম্প্রতি কমিটি সদস্যরা প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির কার্যালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ে তদন্ত প্রতিবেদন জমা দেন।

এতে দুর্নীতি ও অনিয়মের প্রমাণ পাওয়ার বিষয়টি উল্লেখ করে বেশ কয়েকটি সুপারিশ করা হয়। উপাচার্যের বিরুদ্ধে অভিযোগ তোলা শিক্ষকরা দ্রুত এসব সুপারিশ বাস্তবায়নের দাবি জানিয়েছেন।

তবে উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান জানিয়েছেন, সংবাদ সম্মেলন করে জাতির সামনে নিজের অবস্থান পরিষ্কার করবেন তিনি।

তবে এ বিষয়ে উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান বলেন, ইউজিসির তদন্ত প্রতিবেদন নিয়ে বিভিন্ন গণমাধ্যমে যে খবর আসছে, সেই প্রেক্ষিতে সরকার ও জাতির কাছে আমার অবস্থান ক্লিয়ার করা জন্য আগামী রোববার (২৫ অক্টোবর) সংবাদ সম্মেলন করবো।

আমারসংবাদ/কেএস