Amar Sangbad
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪,

আবারও কঠোর আন্দোলনের ডাক সাত কলেজের

নিজস্ব প্রতিবেদক

অক্টোবর ৩১, ২০২০, ১২:১৬ পিএম


আবারও কঠোর আন্দোলনের ডাক সাত কলেজের

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা নানান অনিয়মের অভিযোগ নিয়ে কঠোর আন্দোলনের ডাক দিয়েছেন।

শুক্রবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সাত কলেজের শিক্ষার্থীদের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। তারা ৪ঠা নভেম্বর সকাল ১০টায় নীলক্ষেত মোড়ে মানববন্ধন করার সিদ্ধান্ত নিয়েছেন। এই সাত কলেজে প্রায় আড়াই লাখ শিক্ষার্থী রয়েছে।

তারা বলছেন, সরকারি এই সাতটি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভূক্ত করার পর থেকে ভোগান্তি যেন পিছু ছাড়ছে না। নানান অনিয়মের অভিযোগ করে আমরা সমাধান চেয়ে বার বার রাস্তায় নেমেছি। কিন্তু কার্যকরি কোন সমাধান পাইনি।

তীব্র সেশন জট, ফলাফল প্রকাশে দীর্ঘসূত্রিতা, ত্রুটিযুক্ত ফলাফল প্রকাশসহ নানা সমস্যায় পড়তে হয়েছে আমাদের। এসব সমস্যার সমাধানে ঢাবি কর্তৃপক্ষ দৃশ্যত কোনো পদক্ষেপ নেয়নি।

আমারসংবাদ/এমআর