Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪,

৫ এপ্রিল থেকে চলবে রাবির বাস

এপ্রিল ১৩, ২০১৫, ০৫:৪৪ এএম


৫ এপ্রিল থেকে চলবে রাবির বাস

 সাড়ে তিন মাস বন্ধ থাকার পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন রুটের বাস আগামী ১৫ এপ্রিল থেকে আবার চালু হচ্ছে।

রোববার রাতে বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তরের প্রশাসক অধ্যাপক মো. সাইয়েদুজ্জামান এ তথ্য জানান।

তিনি বলেন, পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আলোচনা করে প্রাথমিকভাবে আগামী ১৫ এপ্রিল সকাল সোয়া ৮টা ও দুপুর ২টায় তিনটি রুটে ১৬টি বাস চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি জানান, কাটাখালী, লক্ষ্মীপুর হয়ে কোর্ট ও সাহেব বাজার রুটে বাস চলবে। আপাতত কাসিয়া ডাঙ্গা ও নওহাটা এই দুই রুটে বাস চলবে না।

শিক্ষক-শিক্ষার্থীদের নিরাপত্তাসহ বিভিন্ন কারণে আপাতত সব রুটে বাস চালু রাখা সম্ভব হচ্ছে না। তবে কিছুদিন পর সব রুটেই নিয়মিত বাস চালু করা হবে বলে জানান বিশ্ববিদ্যালয়ের ওই কর্মকর্তা।

গত ৫ জানুয়ারি বিএনপি জোটের ডাকা অবরোধে দেশব্যাপী নাশকতার পরিপ্রেক্ষিতে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে বিভিন্ন রুটে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের ২৬টি বাস চলাচল বন্ধ রাখা হয়।