Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪,

ঢাকা বোর্ডের চেয়ারম্যান হলেন ঢাকা কলেজের প্রিন্সিপাল

ঢাকা কলেজ প্রতিনিধি

নভেম্বর ২৫, ২০২০, ০৯:৩০ এএম


ঢাকা বোর্ডের চেয়ারম্যান হলেন ঢাকা কলেজের প্রিন্সিপাল

ঢাকা কলেজের প্রিন্সিপাল অধ্যাপক নেহাল আহমেদ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা এর চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন৷

মঙ্গলবার (২৩ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ (সরকারি কলেজ-২) এর উপসচিব ড. শ্রীকান্ত কুমার চন্দ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তার বদলির আদেশ দেয়া হয় ৷ 

অধ্যাপক নেহাল আহমেদ অভিব্যক্তি প্রকাশ করে বলেন, আমার উপর আরো বড় দায়িত্ব ন্যস্ত হলো। এ দায়িত্ব যেন সুন্দরভাবে পালন করতে পারি সে বিষয়ে সবার দোয়া চাই। ঢাকা বোর্ডের উচ্চ মাধ্যমিক উচ্চমাধ্যমিক প্রত্যেকটি প্রতিষ্ঠান সুষ্ঠুভাবে পরিচালনা ও উন্নয়ন আরেকটি বড় দায়িত্ব। নিঃসন্দেহে  শিক্ষার মানোন্নয়ন আমার কাছে এটা অনেক বড় দায়িত্ব। 

অধ্যাপক নেহাল আহমেদ গত ৫ মে ২০১৯ ঢাকা কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন৷ এর আগে তিনি অত্র কলেজে ভাইস প্রিন্সিপাল হিসেবেও দায়িত্ব পালন করেন।

আরো পড়ুন: ২০২১ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষা পেছাচ্ছে

আরো পড়ুন: এইচএসসির ফলাফলের বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

আরো পড়ুন: স্কুলে ভর্তির পদ্ধতি জানালেন শিক্ষামন্ত্রী

আরো পড়ুন: জেএসসি-জেডিসির সনদ দেবে শিক্ষা বোর্ড

আমারসংবাদ/কেএস