Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪,

পরীক্ষা গ্রহণের জন্য প্রশাসনকে ৭ দিনের আল্টিমেটাম

জাককানইবি প্রতিনিধি 

নভেম্বর ২৬, ২০২০, ০৯:৩৫ এএম


পরীক্ষা গ্রহণের জন্য প্রশাসনকে ৭ দিনের আল্টিমেটাম

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ৭দিনের আল্টিমেটাম দিয়ে চিঠি দিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পক্ষে তেরোটি বিভাগের প্রতিনিধি শিক্ষার্থীরা।

করোনাকালীন ছুটি ও বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ সেশনজটের কারণে অসম্পূর্ণ স্নাতক ও স্নাতকোত্তর শেষ বর্ষ সহ অন্যান্য বর্ষের অবশিষ্ট পরীক্ষাগুলো পর্যায়ক্রমে গ্রহণ করার সিদ্ধান্ত জানানোর জন্যে এ আল্টিমেটাম দিয়েছে বলে জানান তারা।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) আবেদন গ্রহণের বিষয়টি নিশ্চিত করেন। 

চিঠিতে বলা হয়েছে শিক্ষার্থীরা এই সংকট সময়ে অর্থনৈতিক ভাবে ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত। এই সময়ে বিভিন্ন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হচ্ছে কিন্তু অংশ নেওয়া যাচ্ছে না কেবল স্নাতক শেষ সেমিষ্টারের পরীক্ষা দিতে না পারার কারণে সেই সাথে স্নাতকোত্তর ও অন্যান্য বর্ষের অসমাপ্ত পরীক্ষাগুলো গ্রহণের দাবিও জানানো হয়।

প্রসঙ্গত, আগামী ২ ডিসেম্বরের মধ্যে বিশ্বিদ্যালয় প্রশাসন যদি সিদ্ধান্ত না জানায় তবে পরবর্তী ৩ দিন ফেইসবুকে শত পোস্টে উপাচার্যকে ট্যাগ করে প্রতিবাদ জানানো হবে বলেও জানায় শিক্ষার্থীরা।

আমারসংবাদ/কেএস