Amar Sangbad
ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪,

পরীক্ষার দাবিতে মহাসড়ক অবরোধ

নভেম্বর ২৯, ২০২০, ১১:৫৫ এএম


পরীক্ষার দাবিতে মহাসড়ক অবরোধ

স্বাস্থ্যবিধি মেনে স্নাতক শেষ বর্ষের চূড়ান্ত পরীক্ষার দাবিতে ঢাকা-দিনাজপুর মহাসড়ক অবরোধ করেছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শিক্ষার্থীরা।

রোববার (২৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন ঢাকা-দিনাজপুর মহাসড়ক অবরোধ করে দ্রুত পরীক্ষা নেবার দাবি জানান বিশ্ববিদ্যালয়ের ১৬ ব্যাচের শিক্ষার্থীরা। এ সময় মহাসড়ক অবরোধের কারণে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

প্রশাসনিক ভবনে তালা, উপাচার্যের বাস ভবনের সামনে অবস্থান করাসহ একই দাবিতে ধারাবাহিকভবে আন্দোলন করে আসছে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। তবে এর আগে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আশ্বাসে আন্দোলন স্থগিত করলেও এখন পর্যন্ত কোন কার্যকর ভূমিকা গ্রহণ না করায় সড়ক অবরোধ কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন এই শিক্ষার্থীরা।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.মুহাম্মদ আবুল কাসেমের সাথে মুঠোফোনে বারবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। পরে উপাচার্যের মুঠোফোনে এ ব্যাপারে জানতে চেয়ে ক্ষুদে বার্তা পাঠানো হলেও এই প্রতিবেদন লিখা পর্যন্ত কোন প্রতিউত্তর পাওয়া যায়নি।

আমারসংবাদ/কেএস