Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪,

ডা: এড্রিক বেকার ব্লাড ফাউন্ডেশনের নেতৃত্বে আফ্রিদি-শারমিন

গবি প্রতিনিধি

জানুয়ারি ১৪, ২০২১, ০৮:৪৫ এএম


ডা: এড্রিক বেকার ব্লাড ফাউন্ডেশনের নেতৃত্বে আফ্রিদি-শারমিন

সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) ডা: এড্রিক বেকার ব্লাড ফাউন্ডেশনের ৫ম কার্যনির্বাহী কমিটি ষোষণা করা হয়েছে। এতে আগামী এক বছরের জন্য সাইয়েদ আফ্রিদি সভাপতি এবং শারমিন স্বর্ণ সাধারণ সম্পাদক হিসেবে মনোনিত হয়েছেন।

বুধবার (১৩ জানুয়ারি) রাত ১০ টায় অনলাইন মিটিং জুমে কমিটি ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি, ফিজিওথেরাপি বিভাগের প্রধান ডা: নাসিমা ইয়াসমিন (পিটি)।

২৩ সদস্য বিশিষ্ট কমিটির অন্যান্যরা হলেন- সহ-সভাপতি রিয়াজুল ইসলাম, আশফাক আহমেদ, যুগ্ম সম্পাদক কাওসারা পপি, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম হোসেন, কোষাধ্যক্ষ রুওয়াইদা জাহাঙ্গীর, জরিপ সম্পাদক সাদমান রওনক, ক্লিনিক্যাল সম্পাদক নোভেরা নূর ঐশী, শিক্ষা সম্পাদক আবুল হাসনাত, দপ্তর সম্পাদক মো. সারোয়ার ভূইয়া, প্রচার সম্পাদক শোয়াইব হাসান সাফিন প্রমুখ।

অনুষ্ঠানে বাংলাদেশ ফিজিওথেরাপি এসোসিয়েশনের ঢাকা বিভাগের সভাপতি ডা: আমিনুল ইসলাম (পিটি), ফিজিওথেরাপি বিভাগের শিক্ষক ডা: সেলিম হোসেন (পিটি), স্পোর্টস ফিজিওথেরাপিস্ট ডা: মো. সজীবুর রহমান বক্তৃতা করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা: এড্রিক বেকার ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ডা: ওমর ফারুক। এছাড়া অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ডা: অরুপ সরকার, অন্যান্য কমিটির নেতৃবৃন্দ, ফিজিওথেরাপি বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ডা. এড্রিক বেকার ব্লাড ফাউন্ডেশন ফিজিওথেরাপি বিভাগের শিক্ষার্থী দ্বারা পরিচালিত একটি সংগঠন। সামাজিক দায়বদ্ধতা থেকে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে তারা ২০১৭ সাল থেকে স্বেচ্ছায় রক্তদান, হেলথ ক্যাম্প, থ্যালাসেমিয়া প্রজেক্টসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। 

আমারসংবাদ/কেএস