Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪,

‘টিএসসি ভাঙার সিদ্ধান্ত অগণতান্ত্রিক আচরণের পরিচায়ক’

ঢাবি প্রতিনিধি 

জানুয়ারি ১৫, ২০২১, ০২:২০ পিএম


‘টিএসসি ভাঙার সিদ্ধান্ত অগণতান্ত্রিক আচরণের পরিচায়ক’

টিএসসি ভেঙে আধুনিক ভবন নির্মাণের পরিকল্পনা কে অগণতান্ত্রিক সিদ্ধান্ত বলে আখ্যা দিয়েছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট।

শুক্রবার (১৫ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার 'ইতিহাস-ঐতিহ্যের পাঁজর ভেঙ্গে টিএসসির উন্নয়ন চাই না' শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বক্তারা ঐতিহ্যিক টিএসসি ভেঙ্গে নতুন আধুনিক ভবন করার সিদ্ধান্তের সমালোচনা করেন।

সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক প্রগতি বর্মন তমার সঞ্চালনায় এবং সভাপতি সালমান সিদ্দিকীর সভাপতিত্ব অনুষ্ঠান বক্তব্য দেন ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাশেদ শাহরিয়ার, বাংলা বিভাগের অধ্যাপক মোহাম্মদ আজম, রাখাল রাহা, গল্পকার মাহমুদুল হক আরিফ, আল্লামা আল রাজি, সুস্মিতা রায় সুপ্তি, রাজিব কান্তি রায় এবং ওয়ালিদ আশরাফ।

বক্তারা বলেন, কনস্টান্টিন ডক্সিয়াডিয়াসের নকশায় ১৯৬০'র দশকে নির্মিত হয় ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি)। এরপর থেকে টিএসসি যেকোনো সাংস্কৃতিক ও রাজনৈতিক আন্দোলনের অন্যতম কেন্দ্র হিসেবে ভূমিকা পালন করছে। পাকিস্তান আমলে এবং মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে সকল গণতান্ত্রিক আন্দোলনে টিএসসি'র অবদান গুরুত্বের সাথে স্মরণীয়। এখন টিএসসি ভেঙ্গে সেখানে ২০ তলা 'আধুনিক ভবন' তৈরির সিদ্ধান্ত গ্রহণ করেছে। কেমন হবে এর নকশা সে সম্পর্কে পূর্ণাঙ্গ কোনো ধারণাও দেওয়া হয়নি এবং  বিশ্ববিদ্যালয়ের অংশীজনসহ বিশেষজ্ঞদের কোন মতামত নেওয়া হয়নি। এমন সিদ্ধান্ত প্রশাসনের অগণতান্ত্রিক আচরণেরই পরিচায়ক।

বক্তারা আরও বলেন,গত কয়েক বছরে সারা দেশে এবং একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানের জনপরিসরগুলোকে সংকুচিত করা হচ্ছে। মত বিনিময় ও চর্চার জায়গাগুলোকে ধ্বংস করা হচ্ছে।প্রশাসন টিএসসি'র জনপরিসরকে সংকুচিত করে সাংস্কৃতিক-রাজনৈতিক পরিবেশকে নষ্ট করতে চায়।

সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক প্রগতি বর্মন তমার সঞ্চালনায় এবং সভাপতি সালমান সিদ্দিকীর সভাপতিত্ব অনুষ্ঠান বক্তব্য দেন ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাশেদ শাহরিয়ার, বাংলা বিভাগের অধ্যাপক মোহাম্মদ আজম, রাখাল রাহা, গল্পকার মাহমুদুল হক আরিফ, আল্লামা আল রাজি, সুস্মিতা রায় সুপ্তি, রাজিব কান্তি রায় এবং ওয়ালিদ আশরাফ।

টিএসসি'র স্থাপত্যরীতি ও গঠনশৈলী অনন্য বৈশিষ্ট্যপূর্ণ। ফলে ২০ তলা ভবন নির্মাণ এর মূল অবকাঠামো নষ্ট ও জনপরিসরকে ধ্বংস করবে। তাই এর মূল কাঠামোর সঙ্গে সঙ্গতিপূর্ণ সর্বোচ্চ চার তলা ভবন এখানে নির্মাণ করা যেতে পারে বলে জানান তারা। 

আমারসংবাদ/কেএস