Amar Sangbad
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪,

সচেতনতা বাড়াতে পায়ে হাবিপ্রবি থেকে বেরোবি পরিভ্রমণ করবেন হাবিপ্রবির শিক্ষার্থী সাদী

জানুয়ারি ২৫, ২০২১, ০৫:৪০ পিএম


সচেতনতা বাড়াতে পায়ে হাবিপ্রবি থেকে বেরোবি পরিভ্রমণ করবেন হাবিপ্রবির শিক্ষার্থী সাদী

সচেতনতা বাড়াতে পায়ে হাবিপ্রবি থেকে বেরোবি পরিভ্রমণ করবেন হাবিপ্রবির শিক্ষার্থী সাদী 

পিআরএস অ্যাওয়ার্ড অর্জনের লক্ষে মঙ্গলবার (২৬ জানুয়ারি) হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিনিয়র রোভারমেট সাদী চৌধুরী পায়ে হেঁটে ১৫০ কি.মি. পরিভ্রমণ শুরু করতে যাচ্ছেন। সাদী চৌধুরী হাবিপ্রবির ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ১৭ ব্যাচের শিক্ষার্থী।

পদযাত্রায় তিনি সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করবেন। তার সাথে আরো দুজন স্কাউটের (কারিমুল ইসলাম ও মোঃ রাশেদুল ইসলাম) সদস্য যাত্রা করার কথা রয়েছে।

‘মুজিববর্ষে রোভারিং করি, ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলি’

‘গাছ লাগিয়ে ভরব এ দেশ, তৈরি করবো সুখের পরিবেশ’

‘প্লাস্টিক বর্জন করি, সুন্দর বাংলাদেশ গড়ি’

উক্ত মূলমন্ত্রকে ধারণ করে সাদী চৌধুরীসহ বাকি সদস্যরা সকাল সাড়ে নয়টায় হাবিপ্রবি ক্যাম্পাস ত্যাগ করবেন বলে জানা যায়। 

শুরুতেই হাবিপ্রবি থেকে বীরগঞ্জ হয়ে খানসামা উপজেলায় যাবেন তারা। খানসামা উপজেলা পরিষদে প্রথমদিন রাত্রিযাপন করার কথা রয়েছে তাদের।  

দ্বিতীয় দিনে খানসামা উপজেলা থেকে দেবীগঞ্জ উপজেলা হয়ে ডোমার উপজেলা যাওয়ার কথা রয়েছে। 

এদিকে আগামী ২৮ জানুয়ারী ডোমার উপজেলা থেকে নীলফামারী হয়ে সৈয়দপুর উপজেলায় গিয়ে রাত্রীযাপন করবেন তারা। 

চতুর্থদিনে সৈয়দপুর উপজেলা থেকে পাগলপীর বাজার পৌঁছানোর কথা রয়েছে এবং পঞ্চম দিনে 
পাগলাপীর বাজার থেকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পৌঁছানোর মাধ্যমে পরিভ্রমণ শেষ হবে। 

সাদী চৌধুরীর সার্বিক পরিভ্রমণ খরচ হাবিপ্রবি রোভার স্কাউট গ্রুপ বহন করছে।

প্রসঙ্গত, অনুষ্ঠানটি আয়োজন করছে বাংলাদেশ স্কাউটস, দিনাজপুর জেলা রোভার।

আমারসংবাদ/জেডআই