Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪,

সব পরীক্ষা স্থগিত করলো নজরুল বিশ্ববিদ্যালয়

জাককানইবি প্রতিনিধি

ফেব্রুয়ারি ২৩, ২০২১, ১২:৩৫ পিএম


সব পরীক্ষা স্থগিত করলো নজরুল বিশ্ববিদ্যালয়

সোমবার শিক্ষামন্ত্রীর বিশ্ববিদ্যালয় নিয়ে ব্রিফিংয়ে বিশ্ববিদ্যালয় খোলা ও পরীক্ষা নিয়ে মন্তব্যের পর জরুরি একাডেমিক কাউন্সিলে চলমান ও অনুষ্ঠিতব্য সব ধরণের পরীক্ষা স্থগিতের ঘোষণা দিয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম (জাককানইবি) বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ৩ টায় বিশ্ববিদ্যালয়ে জরুরি একাডেমিক কাউন্সিল সভা ডেকে এই সিদ্ধান্ত নেন উপাচার্য অধ্যাপক এ এইচ এম মোস্তাফিজুর রহমান। এ তথ্য নিশ্চিত করেছেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. হুমায়ুন কবীর। 

তিনি বলেন, সরকারী ঘোষণা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে সব ধরণের পরীক্ষা বন্ধ করার সিদ্ধান্ত হয়েছে। বিশ্ববিদ্যালয় খোলার পর পরীক্ষাগুলো নেওয়া হবে। 

পরীক্ষাসহ লেখাপড়ার জন্য বিশ্ববিদ্যালয়ের আশেপাশের মেসে শিক্ষার্থীরা অবস্থান করছেন। 

তাদের করণীয় কী জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. উজ্জ্বল কুমার প্রধান বলেন, প্রক্টরিয়াল বডি থেকে শিক্ষার্থীদের জানাবো যেহেতু পরীক্ষা স্থগিত তারা যেন নিজ নিজ বাড়িতে চলে যায়। 

আমারসংবাদ/এআই