Amar Sangbad
ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪,

আই কে সেলিম উল্লাহ অবরুদ্ধ

নিজস্ব প্রতিবেদক

ফেব্রুয়ারি ২৪, ২০২১, ০৭:২০ এএম


আই কে সেলিম উল্লাহ অবরুদ্ধ

নীলক্ষেত মোড়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কথা বলতে এসে অবরুদ্ধ হয়েছেন সাত কলেজের ফোকাল ঢাকা কলেজের অধ্যক্ষ আইকে সেলিম উল্লাহ।

চলমান পরীক্ষা স্থগিত হওয়ার প্রতিবাদে সকাল ৯ টা থেকে টানা তিন ঘন্টা নীলক্ষেতে আন্দোলনের পর ঘটনাস্থলে আসেন তিনি। এ সময় তিনি বলেন, সন্ধ্যা ৬ টায় শিক্ষা মন্ত্রীর সাথে সাত কলেজের অধ্যক্ষ ও ঢাবি উপাচার্যের সমন্বিত বৈঠকে পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে৷ 

এ সময় শিক্ষার্থীরা ‘ভুয়া, ভুয়া’, ‘মানি না মানবো না’ স্লোগান দিতে থাকে ৷ শিক্ষার্থীদের দাবি ‘পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত এখনই দিতে হবে৷’ একপর্যায়ে প্রফেসর সেলিম সহ ঢাকা ও ইডেন কলেজের কিছু শিক্ষক নীলক্ষেত মোড়ে অবরুদ্ধ হয়ে পড়েন৷ পরে অধ্যক্ষ সহ অন্যান্য শিক্ষকরা ঢাকা কলেজে ফেরার সময় শিক্ষকদের কে ঘিরে শিক্ষার্থীরা স্লোগান দিতে থাকে৷ পরে পুলিশি পাহারায় শিক্ষকরা ঢাকা কলেজে ফিরে আসে৷ 

প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সাত সরকারি কলেজের চলমান সব পরীক্ষা স্থগিতের প্রতিবাদে গতকাল মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নীলক্ষেত মোড়ে প্রথমে মানবন্ধন করে তারা৷ মানবন্ধনে অধিক সংখ্যক শিক্ষার্থী যুক্ত হলে শিক্ষার্থীড়া নীলক্ষেত মোড়ে অবস্থান নেয়৷ এর আগে সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে সাত কলেজের অধ্যক্ষদের বৈঠকে পরীক্ষা স্থগিতের বিষয়ে সিদ্ধান্ত হয়৷

আমারসংবাদ/কেএস