Amar Sangbad
ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪,

অগ্রাধিকার ভিত্তিতে করোনা টিকা পাচ্ছেন হাবিপ্রবি শিক্ষার্থীরা 

হাবিপ্রবি প্রতিনিধি 

মার্চ ১, ২০২১, ১২:৩৫ পিএম


অগ্রাধিকার ভিত্তিতে করোনা টিকা পাচ্ছেন হাবিপ্রবি শিক্ষার্থীরা 

দ্রুত সময়ের মাঝে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীদের করোনা ভাইরাসের ভ্যাক্সিন প্রদান করে বিশ্ববিদ্যালয় গুলো খুলে দেয়ার কথা ভাবছে বাংলাদেশ সরকার। এর প্রেক্ষিতে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) প্রশাসন দ্রুত সময়ের মাঝেই শিক্ষর্থীদের ভ্যাক্সিনের আওতায় আনতে কার্যক্রম শুরু করেছে। উক্ত উদ্যোগের প্রেক্ষিতে হাবিপ্রবির প্রথম আবাসিক হল হিসাবে ফজিলাতুন্নেছা মুজিব হল আবাসিক সকল শিক্ষার্থীর কাছে জাতীয় পরিচয় পত্র/ স্মার্টকার্ডের কপি ইমেইল করতে নির্দেশ প্রদান করেছে। উক্ত হলের ওয়েবসাইটে রোববার এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়। 

ইতোমধ্যে শেখ রাসেল হল থেকেও জাতীয় পরিচয় পত্র/ স্মার্ট কার্ডের কপি চাওয়া হয়েছে। পরপর অন্যান্য হলের শিক্ষার্থীদের কাছ থেকেও জাতীয় পরিচয় পত্র/স্মার্ট কার্ডের ছবি চাওয়া হবে। 

এদিকে ফজিলাতুন্নেছা মুজিব হলের হল সুপার সহযোগী অধ্যাপক ড. মোঃ আবু সাঈদ বলেন, আশা করছি শিক্ষার্থীরা নির্ধারিত সময়ের মাঝে নির্ভুল তথ্য সরবরাহ করে আমাদের সহায়তা করবে। তবে ক্যাম্পাস খোলার পর গণরুমে অবস্থানরত শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকির কথা চিন্তা করে তা থেকে উত্তরণের উপায় নিয়ে চিন্তা করছি।

অনলাইন পদ্ধতিতে হাবিপ্রবি শিক্ষার্থীরা নিকটস্থ ভ্যাক্সিন কেন্দ্র থেকে ভ্যাক্সিন নিতে পারবেন। 

আমারসংবাদ/কেএস