Amar Sangbad
ঢাকা বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪,

টিকা পাচ্ছেন চবি শিক্ষার্থীরা

চবি প্রতিনিধি 

মার্চ ৪, ২০২১, ০৩:১৫ পিএম


টিকা পাচ্ছেন চবি শিক্ষার্থীরা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সব অনাবাসিক ও আবাসিক শিক্ষার্থীদের করোনার টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। 

বৃহস্পতিবার (৪ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক এস এম মনিরুল হাসান সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইউজিসির নির্দেশনা অনুযায়ী চবির সকল ছাত্র-ছাত্রীদের নামের তালিকা ও জাতীয় পরিচয়পত্রের কপি আগামী ৬ মার্চের মধ্যে ইউজিসিতে জমা দিতে হবে।

বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক এস এম মনিরুল হাসান বলেন, ইউজিসির নির্দেশনা অনুযায়ী নতুন করে বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রীদের টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। এজন্য আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থীদের জন্য আলাদা করে গুগল ফর্ম খুলা হয়েছে। শিক্ষার্থীরা অনলাইনে নির্ধারিত গুগল ফর্মের লিংকে আবেদন করবে। তবে যেসব শিক্ষার্থীদের জাতীয় পরিচয়পত্র নেই তারা আবেদনে জন্ম নিবন্ধন নম্বর ও স্ক্যান কপি দিবে।

আমারসংবাদ/কেএস