Amar Sangbad
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪,

১৬ হাজার শিক্ষককে নিয়োগ দিতে এনটিআরসিএকে হাইকোর্টের নির্দেশ

শিক্ষা ডেস্ক

মার্চ ৮, ২০২১, ০৮:০৫ এএম


১৬ হাজার শিক্ষককে নিয়োগ দিতে এনটিআরসিএকে হাইকোর্টের নির্দেশ

প্রায় ১৬ হাজার নিয়োগপ্রত্যাশীকে ১৫ দিনের মধ্যে এমপিও পদে নিয়োগের সুপারিশ করতে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কতৃপক্ষকে (এনটিআরসিএ) সোমবার (৮ মার্চ) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। 

বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

একইসঙ্গে আদালত নিবন্ধনধারীদের নিয়োগ সংক্রান্ত হাইকোর্টের রায় বাস্তবায়নও করতে বলেছেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান, অ্যাডভোকেট ছিদ্দিক উল্লাহ মিয়া ও ব্যারিস্টার মহিউদ্দিন হানিফ।

আদালতের আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন ব্যারিস্টার মহিউদ্দিন হানিফ।

নিয়োগপ্রত্যাশীরা সবাই ১ম থেকে ১২তম নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ। তবে, মোট সংক্ষুব্ধের সংখ্যা প্রথমে ছিলো ১৭ হাজার। তাদের মধ্যে কয়েকজন নিয়োগ পেয়েছেন। যারা বঞ্চিত তারা আদালত অবমাননার অভিযোগ এনে ফের আদালতের স্মরণাপন্ন হয়েছেন। 

তবে আদেশ সম্পর্কে এখনও কিছু জানেন না বলে জানিয়েছেন এনটিআরসিএর সংশ্লিষট কর্মকর্তারা।  

আমারসংবাদ/জেআই