Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪,

নানা আয়োজনে তিতুমীর কলেজে বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপিত

মার্চ ১৭, ২০২১, ১১:১৫ এএম


নানা আয়োজনে তিতুমীর কলেজে বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপিত

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করেছে রাজধানীর সরকারি তিতুমীর কলেজ।

বুধবার (১৭ মার্চ) প্রথম প্রহরে বঙ্গবন্ধুকে স্মরণে কেক কাটে কলেজ শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে সকাল ১০ টার দিকে কলেজের বিজ্ঞান ভবনের নিচতলায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা। 

এছাড়া বেলা ১২ টার দিকে কলেজ প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, কেক কাটা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তিতুমীর কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: আশরাফ হোসেন, উপাধ্যক্ষ মোছা. তালাত সুলতানা, শিক্ষক পরিষদের সম্পাদক এস.এম. কামাল উদ্দিন হায়দার প্রমূখ।

পরে যোহরের নামাজের পর তিতুমীর কলেজের মসজিদে বঙ্গবন্ধুকে স্মরণে দোয়ার আয়োজন করা হয়। এতে কলেজ ছাত্রলীগের সভাপতি মো. রিপন মিয়া ও সাধারণ সমাপক মাহমুদুল হক জুয়েল মোড়ল নেতৃত্ব দেন।

প্রসঙ্গত, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি শেখ মুজিবর রহমান ১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেখ পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা শেখ লুৎফর রহমান ও মা শেখ সায়েরা খাতুন। লুৎফর-সায়েরা দম্পতির এ সন্তানই পরে এদেশের মানুষের মুক্তির ত্রাতা হিসেবে আবির্ভূত হন।

আমারসংবাদ/কেএস