Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪,

দারুণ সুখবর পেতে যাচ্ছে নিয়োগ বঞ্চিত সেই ২৫৩ শিক্ষক!

নিজস্ব প্রতিবেদক

মার্চ ১৮, ২০২১, ০৪:৪০ পিএম


দারুণ সুখবর পেতে যাচ্ছে নিয়োগ বঞ্চিত সেই ২৫৩ শিক্ষক!

এনটিআরসিএ (বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ) আয়োজিত ১৩তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে নিয়োগবঞ্চিত ২৫৩ জনকে শূন্য পদে নিয়োগ দিতে রুল জারি করেছেন হাইকোর্ট। শিক্ষা সচিবসহ (মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ) সংশ্লিষ্ট সাতজনকে চার সপ্তাহের মধ্যে এর জবাব দিতে বলা হয়েছে।

বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আলীর হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার (১৮ মার্চ) এ রুল জারি করেন।

মো. সুমন, মো. সাইফুল্লাহ্, কামরুন নাহার, জেসমিন আক্তারসহ ২৫৩ জনের করা এক রিট আবেদনে এ আদেশ দেওয়া হয়।

আবেদনকারীদেরপক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট ছিদ্দিক উল্লাহ মিয়া। আর রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারি অ্যাটর্নি জেনারেল নাছিমুল ইসলাম।

এর আগে, ২০১৭ সালের ১৪ ডিসেম্বর এক রায়ে ৯০ দিনের মধ্যে একটি জাতীয় মেধা তালিকা করতে এনটিআরসিএ-কে নির্দেশ দেন হাইকোর্ট। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষকে (এনটিআরসিএ) এ অনুযায়ী সংশ্লিষ্টদের সনদ দিতে বলা হয়।

ওইসময় বলা হয়, এনটিআরসিএ নিয়োগের উদ্দেশ্যে যদি কোনো সুপারিশ করে তবে তা ৬০ দিনের মধ্যে বাস্তবায়ন করতে হবে। সনদধারীদের নিয়োগ না হওয়া পর্যন্ত সনদ বহাল থাকবে। ওইসময় হাইকোর্ট মোট ৭ দফা নির্দেশনা দেন। তারই ধারাবাহিকতায় ১৩তম নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণরা নিয়োগের জন্য আদালতের দারস্থ হন।

আমারসংবাদ/জেডআই