Amar Sangbad
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪,

রোমানিয়ায় ফুল-ফ্রি স্কলারশিপে পড়ার সুযোগ 

শিক্ষা ডেস্ক

মার্চ ২৭, ২০২১, ০৩:৩০ পিএম


রোমানিয়ায় ফুল-ফ্রি স্কলারশিপে পড়ার সুযোগ 

ইউরোপিয়ান দেশ রোমানিয়াতে রয়েছে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের জন্য স্কলারশিপের সুযোগ। ট্রানসিলভানিয়া ইউনিভার্সিটি অব ব্রাসভ ২০২১-২২ শিক্ষাবর্ষে স্কলারশিপের জন্য আবেদন আহ্বান করা হয়েছে। 

ইউরোপিয়ান ইউনিয়ন ভুক্ত দেশ বাদে যে কোনো দেশের নাগরিকরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। বিশ্ববিদ্যালয়টিকে আন্তর্জাতিক শিক্ষার্থীদের নিকট আগ্রহী করে তোলা ও বিশ্ব দরবারে প্রতিষ্ঠানটির পরিচিতি বাড়াতেই এই স্কলারশিপের উদ্যোগ।  

শিক্ষার্থীরা ব্যাচেলর, মাস্টার্স ও পিএইচডি প্রোগ্রামগুলোতে আবেদন করতে পারবেন। স্কলারশিপের আওতায় শিক্ষার্থীরা কিছু সুবিধাপ্রাপ্ত হবেন। সেগুলো হলো-   

১. রেজিস্ট্রেশন ও টিউশন ফি সম্পূর্ণ ফ্রি 
২. ডরমেটরিতে বিনামূল্যে আবাসন সুবিধা  
৩. ৮০০ লেই বা ১৭০ ডলারের মাসিক উপবৃত্তির সুবিধা 
 
আবেদনের যোগ্যতা 

১. বাংলাদেশসহ নন-ইইউ ভুক্ত সব দেশের নাগরিক 
২. অসাধারণ একাডেমিক পারফরম্যান্স 

আবেদন করতে প্রয়োজনীয় কাগজপত্র

সিভি, মোটিভেশনাল লেটার, তিনটি রিকমেন্ডেশন লেটার। 

আবেদন পদ্ধতি

অবশ্যই ইংরেজিতে এবং পিডিএফ ফরম্যাটে সমস্ত নথি জমা দিতে হবে এবং অসম্পূর্ণ ফাইল গ্রহণ করা হবে না। 

আবেদনের শেষ তারিখ: ২৭ এপ্রিল, ২০২১।

আবেদন লিঙ্ক : https://tas.unitbv.ro/?page_id=4

আবেদনের বিস্তারিত : https://tas.unitbv.ro 

আমারসংবাদ/এএসএম