Amar Sangbad
ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪,

নতুন নীতিমালা: বদলির সুযোগ পাবেন বেসরকারি শিক্ষকরা

শিক্ষা ডেস্ক

এপ্রিল ১, ২০২১, ১১:১০ এএম


নতুন নীতিমালা: বদলির সুযোগ পাবেন বেসরকারি শিক্ষকরা

নতুন নীতিমালা অনুযায়ী বদলি সংক্রান্ত নীতিমালা জারি করা হলে বদলির সুযোগ পাবেন বেসরকারি শিক্ষকরা।
 
গত রোববার (২৮ মার্চ) স্বাক্ষরিত ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২১’ গত সোমবার (২৯ মার্চ) প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এই নীতিমালা অনুযায়ী বদলি সংক্রান্ত নীতিমালা সরকার জারি করলে বদলির সুযোগ তৈরি হবে।

শিক্ষাপ্রতিষ্ঠান পরিবর্তন সংক্রান্ত অনুচ্ছেদের ১২.২ ধারায় বলা হয়, এনটিআরসিএ এর সুপারিশে নিয়োগ পাওয়া এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক/প্রদর্শক/প্রভাষকদের কোনও প্রতিষ্ঠানে শূন্য পদ থাকা সাপেক্ষে সমপদে ও সমস্কেলে প্রতিষ্ঠান পরিবর্তনের জন্য মন্ত্রণালয় নীতিমালা প্রণয়ন করে জনস্বার্থে আদেশ জারি করতে পারবে।

এর আগে ২০১৮ সালের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালায় বদলি করার ব্যবস্থা এক লাইনে থাকলেও কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। এছাড়া নীতিমালাটি সংশোধনের প্রয়োজন দেখা দেওয়ায় বদলি সংক্রান্ত কোনও নির্দেশনাও জারি করা হয়নি। নতুন নীতিমালা অনুযায়ী বদলি সংক্রান্ত নীতিমালা জারি করা হলে বদলির সুযোগ সৃষ্টি হবে।

আমারসংবাদ/জেআই