Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪,

বেসরকারি শিক্ষকদের বেতন-ভাতার চেক ব্যাংকে হস্তান্তর

শিক্ষা ডেস্ক

এপ্রিল ১, ২০২১, ১১:৪০ এএম


বেসরকারি শিক্ষকদের বেতন-ভাতার চেক ব্যাংকে হস্তান্তর

বেসরকারি স্কুল ও কলেজের শিক্ষক-কর্মচারীদের মার্চ মাসের এমপিও’র চেক ব্যাংকে হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার (১ এপ্রিল) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে। আগামী ৮ এপ্রিলের মধ্যে বেতন উত্তোলন করা যাবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২১ সালের মার্চ মাসের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতার সরকারি অংশের আটটি চেক হস্তান্তর করা হয়েছে। বেতন-ভাতার সরকারি অংশের আটটি চেক অগ্রণী, রূপালি ও সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।

আগামী ৮ এপ্রিল পর্যন্ত শিক্ষকরা-কর্মচারীরা বেতন উত্তোলন করতে পারবেন।