Amar Sangbad
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪,

ডি-এইট’র সভাপতি নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রীকে ববি উপাচার্যের অভিনন্দন 

ববি প্রতিনিধি

এপ্রিল ৯, ২০২১, ০২:১৫ পিএম


ডি-এইট’র সভাপতি নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রীকে ববি উপাচার্যের অভিনন্দন 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডি-এইট বা উন্নয়নশীল আট দেশের জোট এর সভাপতি নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন। 

জানা গেছে, চার বছরের জন্য সংগঠনটির সভাপতিত্ব করবেন তিনি। ডি-এইট রাষ্ট্রগুলোর শীর্ষ পর্যায়ের দশম সম্মেলন গত ৫ এপ্রিল ভার্চুয়াল মাধ্যমে শুরু হয়। এই জোটের শীর্ষ পর্যায়ের সম্মেলনে বৃহস্পতিবার (৮ এপ্রিল) প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করেন।

এক অভিনন্দন বার্তায় উপাচার্য বলেন, বঙ্গবন্ধু কন্যার দূরদর্শী নেতৃত্ব ও সাহসী পদক্ষেপের জন্য দেশ আজ এগিয়ে যাচ্ছে। আগামী দিনগুলোতে তারই নেতৃত্বে ডি-৮   সংস্থা আরও এগিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

মুসলিম-প্রধান দেশ- হিসেবে বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান  ও তুরস্কের সমন্বয়ে গঠিত ডি-৮। এ সময় উপাচার্য প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

আমারসংবাদ/কেএস