Amar Sangbad
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪,

ঢাকা কলেজ ছাত্র অধিকারের মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ

এপ্রিল ১৩, ২০২১, ০৫:১৫ পিএম


ঢাকা কলেজ ছাত্র অধিকারের মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ

মহামারি করোনার কারণে দ্বিতীয় দফা লকডাউনে ছাত্র অধিকার পরিষদ ঢাকা কলেজ শাখা মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছে।

মঙ্গলবার (১৩ এপ্রিল) রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ (পল্টন, গুলিস্থান, চানখারপুর,নিউমার্কেট) স্থানে ছিন্নমূল, অসচেতন মানুষের মাঝে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করে বর্তমান পরিস্থিতি থেকে বাঁচার জন্য সচেতনতা মূলক বার্তা দেয়া হয়।

উক্ত কার্যক্রমে উপস্থিত ছিলেন-বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ,ঢাকা কলেজ শাখার সভাপতি (ভারপ্রাপ্ত)  রেদওয়ান উল্লাহ খান, সহ-সভাপতি মোঃ- রাকিব,সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মোঃ- কামাল হোসেন সুমন, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আহমেদ জীবন এবং সহ-সাংগঠনিক সম্পাদক ইউসুফ হোসেন।

উল্লেখ্য, বিশ্ব মহামারী করোনাভাইরাস এর প্রথম ধাপে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ঢাকা কলেজ শাখা তাদের নিজ ক্যাম্পাসে সামনে ছিন্নমূল মানুষের মাঝে মাস্ক,হ্যান্ড স্যানিটাইজার ও সাবান বিতরণ করেছিল।

তারই ধারাবাহিকতায় করোনার দ্বিতীয় ধাপে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ,ঢাকা কলেজ শাখা সচেতনতা মূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

আমারসংবাদ/এআই