Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪,

ঢাকা কলেজ ছাত্রলীগের দ্বিতীয়বারের মতো ইফতার বিতরণ

নিজস্ব প্রতিনিধি

মে ৫, ২০২১, ০২:৪০ পিএম


ঢাকা কলেজ ছাত্রলীগের দ্বিতীয়বারের মতো ইফতার বিতরণ

পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে দ্বিতীয় দিনের মতো পথচারী ও দুস্থদের মাঝে ইফতার বিতরণ করেছে ঢাকা কলেজ ছাত্রলীগ।

বুধবার (৫ মে) বিকেল ৪.৩০ টায় ঢাকা কলেজের সমানে পথচারী, রিকশাচালক, অসহায় ও দুস্থদের মাঝে ইফতার বিতরণ করে তারা।

এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ঢাকা কলেজ দক্ষিণ হলের প্রাধ্যক্ষ সহযোগী অধ্যাপক আনোয়ার মাহমুদ, দক্ষিণায়ণ হলের প্রাধ্যক্ষ সহযোগী অধ্যাপক নাসির হোসেন, সহকারি অধ্যাপক আলতাফ হোসেন, শিক্ষক পরিষদের কোষাধ্যক্ষ ওবায়দুল করিম।

উপস্থিত অতিথিরা বলেন, ঢাকা কলেজ ছাত্রলীগ গত কয়েকদিন আগেও গরিবদের মাঝে ইফতার বিতরণ করেছিলো। আজকে আবারও তারা ইফতার বিরতণ করছে। ছাত্রলীগের এই উদ্যোগ সত্যিই প্রশংসার দাবিদার। ভবিষ্যতেও ঢাকা কলেজ ছাত্রলীগকে গণমুখি কার্যক্রম চালানোর আহবান জানান ঢাকা কলেজের এই শিক্ষক প্রতিনিধিরা।

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও ঢাকা কলেজের যুগ্ম-আহবায়ক শুভ্রদেব হালদার বাপ্পী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ছাত্রলীগের নেতাকর্মীরা বরাবরের মতোই সাধারণ মানুষের পাশে রয়েছে। ঢাকা কলেজ ছাত্রলীগ তারই ধারাবাহিকতায় দ্বিতীয় দিনের মতো ইফতার বিতরণ করেছে। ভবিষ্যতেও ঢাকা কলেজ ছাত্রলীগকে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর অনুরোধ জানান তিনি।

ঢাকা কলেজ ছাত্রলীগের আহবায়ক কমিটির সদস্য জসিম উদ্দিন বলেন, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদকের নির্দেশনায় আমরা গরিবদের পাশে দাঁড়িয়েছি। করোনার এই মহামারিতে শুধু ইফতার কার্যক্রম নয়, বাংলাদেশ ছাত্রলীগ সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়াচ্ছে। ভবিষ্যতেও ছাত্রলীগের নেতাকর্মীরা মানুষের পাশে থাকবে বলে জানিয়েছেন এই ছাত্রলীগ নেতা।

এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের উপসম্পাদক কে এম রাসেল, ঢাকা কলেজ ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক ফুয়াদ হাসান, শেখ মিথুন, আল্লামা ইকবাল, সদস্য প্রশান্ত কুমার দাস, জসিম উদ্দিন, ওয়াহিদুজ্জামান বাবুসহ ছাত্রলীগের নেতাকর্মীরা।

আমারসংবাদ/কেএস