Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪,

ক্ষতিগ্রস্তদের পাশে শাবিপ্রবির ‘অনির্বাণ সমাজ উন্নয়ন সংস্থা’

শাবিপ্রবি প্রতিনিধি 

মে ১০, ২০২১, ০২:২০ পিএম


ক্ষতিগ্রস্তদের পাশে শাবিপ্রবির ‘অনির্বাণ সমাজ উন্নয়ন সংস্থা’

করোনা ভাইরাসের প্রভাবে আর্থিকভাবে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী সংগঠন অনির্বাণ সমাজ উন্নয়ন সংস্থা - As Us।

সোমবার (১০ মে) বিশ্ববিদ্যালয়ের শাহপরান হল গেইটের সামনে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ ও পার্শ্ববর্তী এলাকার ১০০ টি পরিবারের মাঝে এই খাদ্যসামগ্রী বিতরন করা হয়। অনির্বাণ সমাজ উন্নয়ন সংস্থার (As Us) সভাপতি এস.এম. জাভেদ সুফিয়ান এ তথ্য জানান।

এস.এম জাভেদ সুফিয়ান করোনাভাইরাস মহামারী রোধে সবাইকে সচেতন হওয়ার আহবান জানান এবং সমাজের বিত্তবানদের এই দুর্যোগ মুহূর্তে সাহায্যের হাত প্রসারিত করা জন্য অনুরোধ করেন। অনির্বাণ সমাজ উন্নয়ন সংস্থা সবসময় অসহায়, দারিদ্র্য শ্রেণীর মানুষের পাশে থাকবে বলে প্রত্যয় ব্যক্ত করেন।

আমারসংবাদ/কেএস