Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪,

গণস্বাস্থ্য কেন্দ্রে অর্থ সহায়তা প্রদান

অনিক আহমেদ, গবি প্রতিনিধি: 

মে ১১, ২০২১, ১০:৪০ এএম


গণস্বাস্থ্য কেন্দ্রে অর্থ সহায়তা প্রদান

বেসরকারি প্রতিষ্ঠান গণস্বাস্থ্য কেন্দ্রের ত্রাণ তহবিলে অর্থ সহায়তা প্রদান করেছে সাভারের গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজ। 

মঙ্গলবার (১১ মে) সকালে কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মেজবাহ উদ্দিন আহমেদ গণস্বাস্থ্যকে দশ লক্ষ টাকার একটি চেক হস্তান্তর করেন।

গণস্বাস্থ্য কেন্দ্রের পক্ষ থেকে চেকটি গ্রহণ করেন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. মনজুর কাদির আহমেদ। এই অর্থ সারাদেশে দুস্থ মানুষের দুর্দশা লাঘবে ব্যয় হবে বলে জানান সংশ্লিষ্টরা।

এর আগে, গত ৯ মে গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) পক্ষে উপাচার্য (চলতি দায়িত্ব) অধ্যাপক ডা: লায়লা পারভীন বানু গণস্বাস্থ্যকে দেড় লক্ষাধিক টাকার চেক প্রদান করেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের একদিনের বেতনের টাকায় এ সহায়তা প্রদান করা হয়।

প্রসঙ্গত, করোনা সংকটকালে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বর্তমানে গণস্বাস্থ্য কেন্দ্রের 'খাদ্য সহায়তা কর্মসূচি-২০২১' চলমান রয়েছে। এর আওতায় ঢাকা সহ  দেশের বিভিন্ন এলাকায় অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে।

আমারসংবাদ/এমএস