Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪,

তিন সপ্তাহের মধ্যেই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের টিকা দেয়া শুরু

নিজস্ব প্রতিবেদক

জুন ৮, ২০২১, ০৬:৫৫ এএম


তিন সপ্তাহের মধ্যেই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের টিকা দেয়া শুরু

আগামী তিন সপ্তাহের মধ্যে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের টিকা প্রদান কার্যক্রম শুরু করা হবে জানিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। মঙ্গলবার (৮ জুন) এক সাক্ষাৎকারে গণমাধ্যমকে এই তথ্য জানান কমিশনের সচিব ফেরদৌস জামান।

তিনি বলেন, শিক্ষার্থীদের জন্য আলাদা অ্যাপস করা হয়েছে। যে যেই জেলায় অবস্থান করছে, সেখান থেকে আইডি কার্ড দেখিয়ে টিকা নিতে পারবে। এছাড়া টিকা দেয়ার পর বিশ্ববিদ্যালয় খুলে দেয়া হবে বলেও জানান তিনি।

এ প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল বলেন, বিশ্ববিদ্যালয় খোলার সকল প্রস্তুতি শেষ। শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারি, কর্মর্কতাদের টিকা দেয়ার পরই বিশ্ববিদ্যালয় খুলে দেয়া হবে। ইতোমধ্যে শিক্ষার্থীদের একটি তালিকা প্রদান করা হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, এখন আমরা যতটুকু সম্ভব টিকা প্রদান করবো। আর টিকা বেশি কিনে আনার পর বাকি শিক্ষার্থীদের দেয়া হবে।