Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪,

বিশ্ববিদ্যালয় খুলে না দিলে আত্মহত্যার ঘোষণা শিক্ষার্থীর

জুন ১২, ২০২১, ১২:০৫ পিএম


বিশ্ববিদ্যালয় খুলে না দিলে আত্মহত্যার ঘোষণা শিক্ষার্থীর

অবিলম্বে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে না দিলে আত্মহত্যা করবে বলে প্রায় সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়ে দিচ্ছেন শিক্ষার্থীরা। দীর্ঘ বন্ধের ফলে পড়াশোনার ব্যাপক ক্ষয়ক্ষতি, মানসিক চাপসহ নানা কারণে প্রায় শিক্ষার্থীরা এমন সিদ্ধান্তের কথা বলছেন। এক প্রতিবেদনে দেখা গিয়েছে, করোনাকালীন ১৫১ জন শিক্ষার্থী নানা কারণে আত্মহত্যা করেছে। বিশেষ করে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের শিক্ষার্থীরা রয়েছে সবচেয়ে বেশি বিপাকে। এমনি একজন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শঙ্কর মল্লিক।

[media type="image" fid="127944" layout="normal" caption="1" infograph="0" parallax="0" popup="1"][/media]

আত্মহত্যার ঘোষণা দেয়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের শঙ্কর মল্লিক বলেন, আমরা পরিবার অত্যন্ত গরিব। ৭ বছর আগে বাবা মারা গেছে। মায়ের বয়স হয়েছে। আমার আর আমাদের পরিবারের জন্য হাড়ভাঙা খাটুনি খাটতে হয় মাকে। মায়ের বয়সও হচ্ছে। আমি বাড়িতে এসে একটি দোকানে ঝালমুড়ি বিক্রি করতে হচ্ছে। পড়াশোনা হচ্ছে না। অনার্স শেষ বর্ষের পরিক্ষাটাও আটকে আছে আড়াই বছর ধরে। বয়স্ক মায়ের দিকে তাকাতে পারছি না। অনার্স শেষ না হওয়াতে ভালো কোন জবও পাচ্ছি না। এমনিতে বিশ্ববিদ্যালয় বন্ধ-খোলা থাকলে দুই একটা ভালো টিউশনি করে চলা যেত; তাও হচ্ছে না। এভাবে চলতে থাকলে আত্মহত্যা ছাড়া উপায় নাই ভাই।

প্রসঙ্গত, দীর্ঘ ১৫মাস ধরেই শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। সবশেষ ঘোষণা মতে আগামী ৩০জুন পর্যন্ত বন্ধের মেয়াদ বেড়েছে।

আমারসংবাদ/এমএস