Amar Sangbad
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪,

এমপিওভুক্ত হলেন যেসব শিক্ষক-কর্মচারী

শিক্ষা ডেস্ক

জুলাই ১৮, ২০২১, ০৯:১০ এএম


এমপিওভুক্ত হলেন যেসব শিক্ষক-কর্মচারী

প্রায় এক হাজার শিক্ষক-কর্মচারী নতুন করে এমপিওভুক্ত হয়েছেন বলে জানা গেছে।

শনিবার (১৭ জুলাই) শিক্ষা ভবনে অবস্থিত মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এমপিও কমিটির ভার্চুয়াল সভায় এসব তাদের এমপিওভুক্ত করার সিদ্ধান্ত হয়। এতে সভাপতিত্ব করেন অধিদপ্তরের মহাপরিচালকের চলতি দায়িত্বে থাকা অধ্যাপক সৈয়দ মো: গোলাম ফারুক।

গত কয়েকমাসে বিধান মতো নিয়োগ পেয়ে এসব শিক্ষক কর্মচারীরা এমপিওভুক্তির জন্য অনলাইনে আবেদন করেছিলেন। 

নতুন এমপিওভুক্তদের মধ্যে স্কুলের ৭৩২ জন ও কলেজের ২৬৩ জনসহ মোট ৯৯৫ জন শিক্ষক-কর্মচারী এমপিওভুক্ত হয়েছেন। 

সভায় অংশ নেয়া কর্মকর্তারা জানান, স্কুলের ৭৩২ জন শিক্ষক-কর্মচারীদের মধ্যে বরিশাল অঞ্চলের ৩৯ জন, চট্টগ্রাম অঞ্চলের ১০৭ জন, কুমিল্লা অঞ্চলের ৬২ জন, ঢাকা অঞ্চলের ১০১ জন, খুলনা অঞ্চলের ১০৩ জন, ময়মনসিংহ অঞ্চলের ১২০ জন, রাজশাহী অঞ্চলের ১৫৬ জন, রংপুর অঞ্চলের ২৫ জন এবং সিলেট অঞ্চলের ১৮ জন শিক্ষক কর্মচারী রয়েছেন। 

অপরদিকে কলেজের ২৬৩ জন শিক্ষক-কর্মচারীদের মধ্যে বরিশাল অঞ্চলের ১৭ জন, চট্টগ্রাম অঞ্চলের ১৮ জন, কুমিল্লার ৯ জন, ঢাকার ৩৩ জন, খুলনার ৪১ জন, ময়মনসিংহ অঞ্চলের ৩০ জন, রাজশাহীর ৪৫ জন, রংপুরের ৬৩ জন এবং সিলেট অঞ্চলের ১৮ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন। 

আমারসংবাদ/জেআই