Amar Sangbad
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪,

শিক্ষক ও পাঠ্যবইয়ের কারিকুলাম সংশোধন নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

শিক্ষা ডেস্ক

অক্টোবর ২, ২০২১, ১২:৪০ পিএম


শিক্ষক ও পাঠ্যবইয়ের কারিকুলাম সংশোধন নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, নতুন শিক্ষক্রম কার্যকর করতে নির্দিষ্ট সময়ের মধ্যে শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়ার সমস্ত ব্যবস্থা করা হয়েছে।

শনিবার (২ অক্টোবর) চাঁদপুর স্টেডিয়াম মাঠে আওয়ামী লীগের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সফরে জেলা আওয়ামী লীগের তৃণমূল প্রতিনিধি সভায় অংশ নেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার মান উন্নয়নে সব কিছু করা হচ্ছে। শেখ হাসিনা সরকার ২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত সব শিশুকে শিক্ষার আওতায় আনতে কাজ করেছে। এখন আমরা শিক্ষার মানোন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছি।

‘পাঠ্যবইয়ের কারিকুলাম সংশোধন, মূল্যায়ন পদ্ধতি পরিবর্তন এবং শিক্ষকদের প্রশিক্ষণসহ অবকাঠামোর উন্নয়ন করা হচ্ছে। এর মধ্যদিয়ে মানসম্মত শিক্ষা দেয়া সম্ভব। শুধু বই পড়ে নয়, বাচ্চারা খেলাধুলা ও আনন্দের মধ্য দিয়ে শিখবে।’

তিনি আরও বলেন, টিচার্স গাইড তৈরির পরিকল্পনাও রয়েছে। আশা করা যাচ্ছে, শিক্ষকদের জন্য ততো কঠিন কিছু হবে না।

আমারসংবাদ/জেআই