Amar Sangbad
ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪,

ইবির ধর্মতত্ত্ব অনুষদে ভর্তির আবেদন শুরু ৭ অক্টোবর

ইবি প্রতিনিধি

অক্টোবর ৩, ২০২১, ১২:৩৫ পিএম


ইবির ধর্মতত্ত্ব অনুষদে ভর্তির আবেদন শুরু ৭ অক্টোবর

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২০-২০২১ শিক্ষাবর্ষের ধর্মতত্ত্ব ও ইসলাম শিক্ষা অনুষদভুক্ত ডি ইউনিটের প্রথমবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির আবেদন শুরু হবে আগামী ৭ অক্টোবর। আবেদনের শেষ সময় ১৭ অক্টোবর। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২ নভেম্বর।

রোববার (৩ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মু আতাউর রহমান সূত্রে এ তথ্য জানা যায়।

ভর্তি বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, ইসলামী বিশ্ববিদ্যালয়ের থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদভুক্ত আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগ, আল-হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগ এবং দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগে ২৪০টি আসনের বিপরীতে শিক্ষার্থীদের ভর্তিপরীক্ষা হবে।

মোট ৮০ নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ৬০ নম্বরের এমসিকিউ এবং ২০ নম্বরের লিখিত নৈর্ব্যক্তিক প্রশ্ন থাকবে। এমসিকিউ পরীক্ষায় প্রতিটি ভুল উত্তরের জন্য .২৫ নম্বর কাটা যাবে। অনলাইনে আবেদন ফি ধরা হয়েছে ৮৫০ টাকা। 

উল্লেখ্য, ভর্তি সংক্রান্ত যেকোনো তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.iu.ac.bd তে পাওয়া যাবে।

আমারসংবাদ/কেএস