Amar Sangbad
ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪,

সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে জবিসাকের মানববন্ধন 

জবি প্রতিনিধি

অক্টোবর ১৯, ২০২১, ১০:০৫ এএম


সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে জবিসাকের মানববন্ধন 

দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক কেন্দ্র (জবিসাকে)।  

মঙ্গলবার (১৯ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক কেন্দ্রের সাধারণ সম্পাদক মোঃ সাঈদ মাহাদী সেকেন্দার এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. বজলুর রশিদ খান, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট অধ্যাপক ড. শামীমা বেগম, প্রক্টর ড. মোস্তফা কামাল।

আরও উপস্থিত ছিলেন দর্শন বিভাগের সহকারী অধ্যাপক ফরহাদ আহমেদ, ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ড. কাজী মোবারক ও সংগঠনের সভাপতি মোঃ ফাইয়াজ হোসেন সহ সংগঠনের নেতৃবৃন্দ। 

মানববন্ধনে সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ সাঈদ মাহাদী সেকেন্দার বলেন,জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক কেন্দ্র অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করে। দেশের অপশক্তি দমনে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে জবিসাকে।

তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের মূল দর্শন অসাম্প্রদায়িক বাংলাদেশ নির্মাণে সাম্প্রদায়িক শক্তির সাথে কোন আপোষ নেই। জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক কেন্দ্র সবসময় সাংস্কৃতিক অপশক্তির বিরুদ্ধে সোচ্চার রয়েছে।

আমারসংবাদ/কেএস