Amar Sangbad
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪,

প্রাথমিক শিক্ষকদের জন্য সুখবর, গ্রেড নিশ্চিত করতে তথ্য পাঠানোর নির্দেশ

শিক্ষা ডেস্ক

অক্টোবর ২৮, ২০২১, ০৩:০০ পিএম


প্রাথমিক শিক্ষকদের জন্য সুখবর, গ্রেড নিশ্চিত করতে তথ্য পাঠানোর নির্দেশ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১৩তম গ্রেড নিশ্চিত করতে তথ্য চেয়ে বৃহস্পতিবার (২৮ অক্টোবর) অফিস আদেশ জারি করেছে প্রাথমিক শিক্ষা অধিদফতর।  

অফিস আদেশে সহকারী শিক্ষকদের উন্নীত স্কেলে বেতন নির্ধারণ কার্যক্রম বাস্তবায়ন না হওয়ার কারণ উল্লেখ করতে নির্দেশ দেওয়া হয়েছে। হালনাগাদ তথ্য নির্ধারিত ছকে আগামী ২ নভেম্বরের মধ্যে প্রতিবেদন আকারে প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালকের কাছে পাঠাতে হবে।

অধিদফতর বরাবর হার্ডকপি ডাকযোগে এবং ইমেইলে (dirfinancedpe@gmail.com) সফট কপি (পিডিএফ ফরম্যাট) পাঠানোর নির্দেশনা রয়েছে। অফিস আদেশে জেলা ও উপজেলা-থানা শিক্ষা অফিসারদের নির্ধারিত ছকে তথ্য পাঠাতে বলা হয়েছে।  

নির্ধারিত ছকে উন্নীত স্কেলে বেতন নির্ধারণ সম্পন্ন হয়েছে এমন শিক্ষকের সংখ্যা, উন্নীত স্কেলে বেতন নির্ধারণ সম্পন্ন হয়নি এমন শিক্ষকের সংখ্যা, সহকারী শিক্ষকের অনুমোদিত পদসংখ্যা এবং কর্মরত সহকারী শিক্ষকের মোট সংখ্যা পাঠাতে হবে।

জানা গেছে, ২০২০ সালের ৯ ফেব্রুয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত সহকারী শিক্ষকদের বেতন স্কেল ১৩তম গ্রেডে উন্নীত করা হয়। এর আলোকে গত ৫ মে’র মধ্যে সারাদেশে কর্মরত সব সহকারী শিক্ষকের বেতন উন্নীত স্কেলে নির্ধারণ সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়। কিন্তু কার্যক্রমটি এখনও বাস্তবায়ন না হওয়ার অভিযোগ রয়েছে মাঠপর্যায় থেকে।

আমারসংবাদ/জেআই