Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪,

কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ফল প্রকাশ, দেখবেন যেভাবে 

শিক্ষা ডেস্ক

নভেম্বর ১৭, ২০২১, ০৮:০০ এএম


কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ফল প্রকাশ, দেখবেন যেভাবে 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সাত কলেজের কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। পাসের হার ৬৭.৯০ শতাংশ। 

বুধবার (১৭ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আনুষ্ঠানিকভাবে এই ফল ঘোষণা করেন।

পরীক্ষায় অংশগ্রহণকারী ২১,১৩২ এর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১৪ হাজার ৩৮২ জন। ৭ কলেজ মিলিয়ে কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটে এর মোট আসন সংখ্যা ১১,৯০৫ জন।

শিক্ষার্থীরা পরীক্ষার রোল নাম্বার বোর্ডের নাম পাশের সন এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার রোল নাম্বার এর মাধ্যমে https://Collegeadmission.eis.du.ac.bd ওয়েবসাইট থেকে ফলাফল জানতে পারবে। 

এ ছাড়াও গ্রামীণফোন ব্যতীত অন্য যে কোনো অপারেটর থেকে Du CHM <roll no> টাইপ করে ১৬২৩১ নাম্বারে send করে ফিরতি এসএমএসে তার ফলাফল জানতে পারে।

পাশকৃত সব শিক্ষার্থীদের আগামী ৫ ডিসেম্বর বিকেল তিনটা হতে ২০ শে ডিসেম্বর বিকাল পাঁচটার মধ্যে ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে কলেজ ও বিষয়ের পছন্দ ফরম পূরণ করতে হবে।

আমারসংবাদ/এমএস