শাবিপ্রবি প্রতিনিধি
নভেম্বর ২২, ২০২১, ১০:৩৫ এএম
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সায়মা আলমের উপর ছিনতাইকারীর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন সাধারণ শিক্ষার্থীরা।
সোমবার (২২ নভেম্বর) দুপুর ১ টায় বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, প্রশাসন শিক্ষার্থীদের যথাযথ নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। আমাদের শিক্ষার্থীরা বারবার ছিনতাইকারীর হামলার শিকার হয়। অথচ দুষ্কৃতকারীদের কোনো বিচার হচ্ছে না। এতে প্রশাসন শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ। পরিশেষে সায়মার ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের দাবি জানান শিক্ষার্থীরা।
এ ছাড়া ক্যাম্পাসে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা টং দোকানগুলো খুলে দেওয়ার দাবি জানান শিক্ষার্থীরা।
আমারসংবাদ/কেএস