Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২০ মে, ২০২২, ৬ জ্যৈষ্ঠ ১৪২৯

ইবির শীতকালীন ছুটি বাতিল

ইবি প্রতিনিধি

নভেম্বর ২৩, ২০২১, ০৯:৩০ এএম


ইবির শীতকালীন ছুটি বাতিল

করোনা মহামারীতে শিক্ষার্থীদের অপূরণীয় ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০২১- ২০২২ শিক্ষাবর্ষের শীতকালীন ছুটি বাতিল করা হয়েছে।

মঙ্গলবার (২৩ নভেম্বর) ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের দায়িত্ব প্রাপ্ত এ.টি.এম এমদাদুল আলম সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, কোভিড-১৯ এর কারনে সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রায় ১ বছর ৭ মাস বন্ধ ছিলো। এই ভাইরাসের প্রাদূর্ভাব কিছুটা হ্রাস পাওয়ায় শিক্ষা প্রতিষ্ঠান সহ সকল অফিস খুলে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করলে এই ধারাবাহিকতায় গত ২৫ অক্টোবর তারিখ হতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস ও পরীক্ষা শুরু হয়েছে। শিক্ষার্থীদের শিক্ষা জীবন থেকে হারিয়ে যাওয়া এই মূল্যবান সময়ের প্রতি সহানুভূতিশীল হয়ে তাদের এই অপূরণীয় ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য ২০২১-২০২২ শিক্ষাবর্ষের পূর্ব নির্ধারিত শীতকালীন ছুটি বাতিল করা হলো।

আমারসংবাদ/কেএস