Amar Sangbad
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪,

কুমিল্লা বোর্ডে পাশের হার ৯৬.২৭ শতাংশ

কুমিল্লা প্রতিনিধি

ডিসেম্বর ৩০, ২০২১, ০১:৫০ পিএম


কুমিল্লা বোর্ডে পাশের হার ৯৬.২৭ শতাংশ

কুমিল্লা বোর্ডের এসএসসি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বেলা ১১ টায় কুমিল্লা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. আসাদুজ্জামান ফলাফল ঘোষণা করেন। 

এ বছর কুমিল্লা শিক্ষাবোর্ডের  এসএসসি পরীক্ষা পাশের হার ৯৬.২৭ ভাগ। এ ছাড়া জিপিএ-৫ পেয়েছে- ১৪,৬২৬। 

কুমিল্লা শিক্ষাবোর্ড সূত্রে জানা যায়, এ বছর ১৭৫৫ টি স্কুল থেকে ২ লাখ ১৯হাজার ৭০৪ পরীক্ষায় অংশগ্রহণ করে।  মোট উত্তীর্ণ- ২লাখ ১১হাজার ৫০৩। এর মধ্যে ছেলে শিক্ষার্থী হলো ৯১ হাজার ৭৯১ জন। মেয়ে শিক্ষার্থী হলো ১ লাখ ১৯  হাজার ৭১২ জন। মোট পরীক্ষার্থীর মধ্যে ছেলে পরীক্ষার্থী ৯৫ হাজার ৮৮৯ জন। মেয়ে পরীক্ষার্থী ১ লাখ ২৩ হাজার ৮১৫ জন। ছেলের তুলনায় মেয়ে পরীক্ষার্থী ২৭ হাজার ৯২৬ জন। বিজ্ঞান বিভাগে পরীক্ষায় অংশগ্রহণ করে ৫৪ হাজার। পাস করে ৫৩ হাজার ৪০২ জন। পাসের হার ৯৮.৮৯ ভাগ। জিপিএ ৫ পায় ১৩ হাজার ৩৪ জন। মানবিকে ৮৬ হাজার ৫৩৫  জনের মধ্যে পাস করে ৮৩ হাজার ২১৪ জন৷ পাসের হার ৯৬.১৬ ভাগ। জিপিএ ৫ পেয়েছে ৫০৯ জন। 
ব্যবসায় শিক্ষা বিভাগে ৭৯ হাজার ১৬৯ জনের মধ্যে ৭৪ হাজার ৮৮৭ জন পাস করে। পাসের হার ৯৪.৫৯ ভাগ। জিপিএ ৫ পেয়েছে ১ হাজার ১০৩ জন। 

এ বছর ১৭৫৫ টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে শতভাগ পাশ করেছে- ৩৫৫ টি। কুমিল্লা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মোঃ আসাদুজ্জামান বলেন, করোনা পরিস্থিতির মাঝে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করেছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় ফলাফল সন্তোষজনক হয়েছে।

আমারসংবাদ/কেএস